কিছু সময় ধরে দিলীপ ঘোষকে আগের মতো সংবাদ শিরোনামে দেখা যাচ্ছিল না। কিছুটা যেন আড়ালে চলে গেছিলেন এই দাপুটে নেতা। তবে আবার সেই পুরনো ঢঙেই তাঁকে দেখা যাচ্ছে। কিন্তু বিতর্ক ইস্যুতে নিজেকে একেবারেই ‘দোষ’ দিচ্ছেন না দিলীপ ঘোষ।
তিনি বলেছেন, ‘অস্ত্র নিয়ে বেরবো আমরা। খড়গপুরের ট্র্যাডিশন আছে, আখড়া বেরোবে। সেখানে অস্ত্র থাকবে। এটা আমাদের ওখানকার ট্রাডিশন। ব্রিটিশরা বন্ধ করতে পারেনি, পাঠানরা বন্ধ করতে পারেনি, যদি এরা বন্ধ করতে চান এদেরকে ছুঁড়ে ফেলা হবে।’
বৃহস্পতিবার সকালে নিউ টাউনের ইকো পার্কে মর্নিং ওয়াকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপবাবুর সাফ কথা, হিন্দুরা কী করবে না – করবে তা বলার অধিকার পুলিশের নেই।
দিলীপ ঘোষের কথায়, তাঁর ‘ফর্ম’ আগের মতোই আছে। যদিও তিনিই শুধু বিতর্ক তৈরি করেন, এমনটা মানতে নারাজ। তাঁর বক্তব্য, তাঁকে যে যেমন প্রশ্ন করেন, তিনি শুধু সেই উত্তর দেন।
প্রাক্তন রাজ্য সভাপতি বলেন, ”কেউ যা ইচ্ছা আমার ওপর দিয়ে চালালে আমি চুপ থাকব না, উত্তর দেবই। আমি ওরকম নেতা নই যে পিছনে কেউ কুকুরের মতো ঘেউ ঘেউ করলে জবাব না দিয়ে চলে আসব। যারা নিয়মিত আমার সম্পর্কে খোঁজ রাখেন, তারা জানেন এটাই আমার ফর্ম। অনেকে খবর দেখে আমার ফর্ম বিচার করে। তাদের জন্য খুব মায়া হয় আমার।”