এপ্রিলে নবান্ন অভিযান, বারুইপুর থেকে হুশিয়ারি শুভেন্দুর

IMG-20250327-WA0307

বুধবার শর্তসাপেক্ষে কলকাতা হাইকোর্ট অনুমতি দেয় বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্রে বিক্ষোভ কর্মসূচি করতে পারবে বিজেপি। বৃহস্পতিবার সেই শর্ত মেনে ১০০০ লোক নিয়ে এদিন সভা করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন সভা থেকে শুভেন্দু স্পষ্টতই বলেন, “মগরাহাটে আইএসএফ সিপিএমের বাড়ি ভেঙেছে পঞ্চায়েতের পরে। আমি গিয়েছি রিলিফ নিয়ে। আমি জানি ভোট দেবে না। ১ কোটি টাকা বাড়ি প্রতি দিলেও ভোট দেবে না। এদের মাথায় ঢোকানো আছে।”
শুভেন্দু বললেন, “‘২১ সালের পর থেকে একেরপর এক বিজেপি নেতা খুন হয়েছেন। এখনও ঘরছাড়া বহু বিজপি কর্মী-সমর্থক। বাংলায় গণতন্ত্র বলে কোনও শব্দ নেই। বারবার রক্ত ঝরেছে অথচ বিচার মেলেনি। তৃণমূলের খুনিরা এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।”
বৃহস্পতিবার বিক্ষোভসভা থেকে বিরোধী দলনেতা স্পষ্ট ভাষায় বলেন, ‘তৃণমূলী গুন্ডাদের যাবতীয় দুষ্কর্মের হিসেব হবে। হিসেব নেবে বিজেপি।’ শুধু তাই নয়, বলেই দিলেন এপ্রিলেই নবান্ন অভিযান কর্মসূচি হচ্ছে।
জনতার উদ্দেশ্যে বলেন, “পরিবেশ আমরা তৈরি করে দেব। নিশ্চিন্ত থাকুন। যাঁদের কে জেলে দেখতে চান তাঁদের জেলেই দেখতে পাবেন।”

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement