আইপিএলের প্রথম ম্যাচে বরুণ চক্রবর্তীদের নিয়ে ছিনিমিনি খেলেছিলেন বিরাট কোহলি-ফিল সল্ট। কিন্তু ঘুরে দাঁড়াল কেকেআর ব্রিগেড। অসমে বারসাপারা স্টেডিয়ামে রাজস্থানের বিরুদ্ধে হাসতে হাসতেই জিতল আজিঙ্কা রাহানের দল। ৯৭ রানে অপরাজিত থাকলেন কুইন্টন ডি কক। টস জিতে বল করার সিদ্ধান্ত নেন নাইট অধিনায়ক অজিঙ্ক রাহানে। সুনীল নারিন এই ম্যাচে না খেললেও নারিনের পরিবর্তে দলে সুযোগ পাওয়া মইন আলি নজর কাড়লেন। রাজস্থান ব্যাটিং লাইন আপে প্রথম আঘাত হানেন বৈভব আরোরা। চতুর্থ ওভারে তিনি ফেরান সঞ্জু স্যামসনকে। রানের গতি বাড়াতে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে নামানো হয় শুভম দুবেকে। তবে তিনিও মাত্র ৯ রানে আউট হয়ে যান। ২০ ওভারে ৯ উইকেটে ১৫১ করে রাজস্থান রয়্যালস। ম্যাচে মইন আলি ও বরুণ এবং হর্ষিত-বৈভব জোড়া উইকেট পেয়েছেন। জবাবে ব্যাট করতে নেমে অবশ্য সহজ ম্যাচ নিজেরাই কঠিন করে কলকাতা নাইট রাইডার্স। কুইন্টন ডি কক অবশ্য টিকে যাওয়ায়, তিনি দলকে জয়ের দিকে টেনে নিয়ে গেলেন। ৬১ বলে ৯৭ রানের ইনিংস খেলে অপরাজিত থাকলেন কুইন্টন ডি কক। আগামী সোমবার কেকেআরের পরের ম্যাচ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ওয়াংখেড়ে স্টেডিয়ামে।