সংখ্যালঘুরা উত্তরপ্রদেশে সবচেয়ে নিরাপদ বলে দাবি করলেন সেখানকার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তবে তাঁর বক্তব্য, ‘এখানে ১০০টি হিন্দু পরিবারের মধ্যে একটি মুসলিম পরিবার সুরক্ষিত বোধ করবেন। কিন্তু তার উল্টো হবে না।’ একটি পডকাস্টে এমনই দাবি করেছেন যোগী আদিত্যনাথ।
আদিত্যনাথ দাবি করেছেন, ২০১৭ সালে রাজ্যে বিজেপি সরকার গঠনের পর সাম্প্রদায়িক দাঙ্গা-হিংসা বন্ধ হয়ে গিয়েছে। ‘যোগী’ হিসাবে তিনি সকলের খুশিই প্রার্থনা করেছেন।
তিনি বলেন, “একটা মুসলিম পরিবার ১০০ হিন্দু পরিবারের মাঝে সুরক্ষিত অনুভব করে। তাদের ধর্মাচরণের স্বাধীনতা রয়েছে। কিন্তু ৫০ জন হিন্দু কি ১০০টি মুসলিম পরিবারের মাঝে সুরক্ষিত অনুভব করবে? না। বাংলাদেশ তার উদাহরণ। এর আগে পাকিস্তান এই উদাহরণ ছিল।”
মুখ্যমন্ত্রী আরও বলেন, “উত্তর প্রদেশে মুসলিমরা সবথেকে সুরক্ষিত। যদি হিন্দুরা সুরক্ষিত থাকে, তবে ওরাও সুরক্ষিত থাকবে। ২০১৭ সালের আগে এখানে যদি কোনও দাঙ্গা হত, হিন্দুর দোকান পুড়ত, তবে মুসলিমদের দোকানও জ্বলত। যদি হিন্দু পরিবারের বাড়ি জ্বলত, তবে মুসলিমদের বাড়িও জ্বলত। ২০১৭ সালের পর দাঙ্গা বন্ধ হয়ে গিয়েছে।”