ওবিসি সংরক্ষণ নিয়ে পাল্টা হাইকোর্টে মামলার হুঁশিয়ারি শুভেন্দুর

IMG-20250326-WA0258

ওবিসি সংরক্ষণ নিয়ে আদালতে মামলার জেরে রাজ্যের কয়েক লক্ষ চাকরি আটকে রয়েছে বলে অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
সাংবাদিক বৈঠক থেকে বিরোধী দলনেতা বলেন, “ওবিসি সমীক্ষার নামে একটি বিশেষ সম্প্রদায়কে সুবিধা পাইয়ে দিতে সমীক্ষা চালু করেছে রাজ্য। এরা সংবিধানও মানে না। সোমবার এর বিরুদ্ধে হাইকোর্টে মামলা করবে বিজেপি।”
তাঁর দাবি, মূলত কমিশনের দ্বারা যাঁদের সংবিধানের অন্তর্ভুক্ত করা হয়, তাঁরাই বঞ্চিত হচ্ছেন। কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত একটি মামলা হয়, যে তালিকা জাতীয় ওবিসি কমিশন দ্বারা অনুমোদিত নয়।
শুভেন্দুর অভিযোগ, রাজ্যে যেটুকু কর্ম সংস্থানের সুযোগ ছিল, ওবিসিতে মুসলিমদের সুবিধা পাইয়ে দেওয়ার নামে রাজ্যের পাকানো জটে সেটাও নষ্ট হল। শুধু নিয়োগ নয়, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রেও সমস্যা তৈরি হয়েছে। এর ফলে হিন্দু ওবিসিরা আরও ধ্বংসের পথে বলেও দাবি বিরোধী দলনেতার।
বৈঠকের শুরুতেই শুভেন্দু বলেন, “পশ্চিমবঙ্গ সরকার সংবিধান, পার্লামেন্ট, বিচারব্যবস্থা কাউকেই মানে না, এটা বারেবারেই প্রমাণিত হয়েছে। সিপিএমের সময় থেকে শুরু হয়েছিল, তুষ্টিকরণের রাজনীতি করে বেশ কিছু সংখ্যালঘু সম্প্রদায়ের লোককে অবৈধভাবে ওবিসি-তে অন্তর্ভুক্ত করা হয়েছে। যা ২০১১ সালের পরে তোষণের সরকার এটাকে বটবৃক্ষতে পরিণত করেছে। ওবিসির অতীত ইতিহাস সবাই জানে।”
রাজ্য সরকারকে কটাক্ষ করে শুভেন্দু বলেন, “চাকরি বাকরি নেই, শুধু সার্টিফিকেট। শুধু ধর্মীয় মেরুকরণের ভিত্তিতে একটি সম্প্রদায়কে তুষ্ঠিকরণ করছে। এজন্যই তো আমরা এই সরকারকে মুসলিম লিগ-২ বলি!”

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement