আসবাব প্রশিক্ষণে কর্মসংস্থান হেটিচে-র

IMG-20250325-WA0309

রাজ্য ও কেন্দ্র সরকার স্কিল ট্রেনিং প্রশিক্ষণ-এর উপর জোর দিচ্ছে। শিক্ষিত তরুণ-তরুণীদের হাতের কাজ শিখিয়ে কর্মসংস্থানের দিশা দেখাচ্ছে বেশ কিছু বেসরকারি সংস্থা। এর মধ্যে অন্যতম বেসরকারি আসবাবপত্র প্রস্তুতকারক সংস্থা হেটিচ পোদ্দার উডওয়ার্কিং ইনস্টিটিউট হাওড়ার একটি আইটিআই কলেজের সঙ্গে যুক্ত হয়ে পশ্চিমবঙ্গের ২৮ জন ছাত্রছাত্রীকে প্রশিক্ষণ দিল। আসবাবপত্র ফিটিং শিল্পে তাঁরা বিভিন্ন সংস্থায় নিয়োগ পাবে বলে জানান সংস্থার প্রধান অমিত প্রসাদ।
পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট এর সহযোগিতায় গতবছর ১৭৫ জন ছাত্র ছাত্রী প্রশিক্ষণ নিয়েছে। দিল্লি, মুম্বাই, ফরিদাবাদ ও কলকাতায় সংস্থার এই কর্মসূচি চলছে। স্নাতকদের ৯০% এরও বেশি ইতিমধ্যেই প্লেসমেন্ট পেয়েছেন। যাদের অনেকেই হেটিচ ইন্ডিয়া এবং আসবাবপত্র ও ডিজাইন শিল্প জুড়ে এর অংশীদার নেটওয়ার্কের সাথে যুক্ত। হেটিচ সংস্থা ইতিমধ্যে পশ্চিমবঙ্গের ৫টি আইটিআই-তে এই ধরনের প্রশিক্ষণ দিচ্ছে বলে জানান।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement