রসিকতায় জবাব কুণাল কামরার

kanael-kamara_d91cf1b0266a98a737fecad977dc8c4f

কৌতুক করার সময় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডেকে ‘গদ্দার’ তকমা দিয়ে প্যারোডি তৈরি করেছিলেন কমেডিয়ান কুণাল কামরা। তার জেরে শিণ্ডে সমর্থকদের কোপের মুখে পড়তে হয়েছে তাঁকে। মুম্বইয়ের খার এলাকার যে হোটেলের ভিতর ‘হ্যাবিট্যাট’ নামের স্টুডিওয় শো করেছিলেন তিনি, সেখানেও কার্যত ধ্বংসলীলা চালায় শিবসেনা সমর্থকরা।কৌতুক শিল্পীর বিরুদ্ধে এফআইআর-ও দায়ের হয়েছে। তবে এত কিছুর পরেও নতিস্বীকার করতে নারাজ কুণাল কামরা।মঙ্গলবার এক নতুন ভিডিও বার্তায় রসিকতার ছলেই গান বেঁধে শিবসৈনিকদের খোঁচা দিলেন কৌতুক শিল্পী। তিনি ‘উই শ্যাল ওভারকাম’ গানের হিন্দি সংস্করণ ‘হাম হোঙ্গে কামিয়াব’-এর প্যারোডি গেয়েছেন ‘হাম হোঙ্গে কাঙ্গাল’ বলে। সঙ্গে মুম্বইয়ের হ্যাবিট্যাট ক্লাবে শিবসেনা কর্মী-সমর্থকদের তাণ্ডবের দৃশ্য ফুটে উঠেছে। ‘মন মে হ্যায় বিশ্বাস, পুরা হ্যায় বিশ্বাস’ তাঁর গানে বদলে হয়েছে ‘মন মে অন্ধবিশ্বাস, দেশ কা সত্যনাশ’। কামরা যখন এই গান গাইছেন, তখন দৃশ্যে দেখা যাচ্ছে সেনা কর্মীরা মুম্বইয়ের ওই জনপ্রিয় কমেডি ক্লাবে চেয়ার ছুড়ে মারছে, ভাঙচুর করছে। গানটিকে তিনি ‘বিকসিত ভারত কা এক অর অ্যান্থেম’ বলেছেন।সংশ্লিষ্ট গানে শিবসেনাকে বিঁধে গান্ধী হত্যাকারী নাথুরাম গডসে আর আশারামের নামোল্লেখও করেন তিনি। সেইসঙ্গে ভিডিওতে জুড়ে দেওয়া হয়েছে সেই রাতের ধ্বংসযজ্ঞের ফুটেজ। এই ভিডিও প্রকাশ্যে আনার ঘণ্টাখানেক আগেই মুম্বই পুলিশ কুণাল কামরাকে তলব করে পাঠিয়েছিল। পালটা আইনজীবী মারফৎ চিঠি দিয়ে কৌতুকশিল্পী জানিয়েছেন, তাঁর আরও একসপ্তাহ সময় দরকার। উল্লেখ্য, কুণাল কামরার বিরুদ্ধে মহারাষ্ট্র ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের তরফে অভিযোগ দায়ের করা হয়েছিল। তার পরও অবশ্য দমে যাননি তিনি। কুণালের মন্তব্য, “আমি ক্ষমা চাইব না। এই উন্মত্ত জনতাকে আমি মোটেই ভয় পাই না। আর খাটের তলাতেও লুকোচ্ছি না। দেখব, কতদিনে শেষ হয়।” মুম্বই পুলিশের পক্ষ থেকে তাঁকে তদন্তকারী কর্তার সামনে হাজির হওয়ার জন্য সমন জারি করার কয়েক ঘণ্টা পরেই এই ভিডিয়োটি প্রকাশ করেছেন কুণাল কামরা। মঙ্গলবার সকাল ১১টায় তাঁকে হাজিরা দিতে বলেছিল মুম্বই পুলিশ। তবে, তাঁর আইনজীবীর মাধ্যমে দাখিল করা এক লিখিত জবাবে কামরা জানিয়েছেন, এক সপ্তাহ পর তিনি হাজিরা দেবেন। একনাথ শিন্ডের বিরুদ্ধে কটুক্তি করার জন্য মহারাষ্ট্র শিল্প উন্নয়ন কর্পোরেশন পুলিশ কুণাল কামরার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। মামলাটি আরও তদন্তের জন্য খার পুলিশের হাতে দেওয়া হয়েছে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement