হাওড়ার ভাগাড় পরিদর্শনে ফিরহাদ, নবান্ন ঘেরাওয়ের হুঁশিয়ারি বাসিন্দারা

IMG-20250324-WA0231

জলসঙ্কট ছিলই। কিন্তু গত তিন-চার দিন ধরে অস্তিত্ব সঙ্কটে ভুগছেন তাঁরা। এবার পুনর্বাসনের দাবিতে সুর চড়াচ্ছেন বেলগাছিয়ার ঘরহারা এলাকাবাসীরা। হাওড়ার বেলগাছিয়ার ভাগাড়ের অবস্থা কতটা বিপজ্জনক? সরেজমিনে খতিয়ে দেখলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। আগামী দুই-তিন বছরের মধ্যে ওই জায়গার সমস্ত বর্জ্য সরিয়ে ফেলার আশ্বাস দিয়েছেন ফিরহাদ। যদিও স্থানীয় বাসিন্দাদের দাবি, পুরমন্ত্রী পরিদর্শনের পর ৩ দিনের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। অর্থাৎ ডেডলাইন ৩ দিন! সমস্যা সমাধান না হলে নবান্ন ঘেরাওয়ের হুঁশিয়ারিও দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
এদিন সংবাদমাধ্যমের সামনে ফিরহাদ বলেন, ‘এখানে পুরো অঞ্চলটাই ভাগাড়। এখানে কোনও মাটি নেই। মানুষ অবৈধভাবে বসতি গড়ে তুলেছিল। তাই খালি জমি চিহ্নিত করে, সেখানেই পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। কেন্দ্রীয় সরকার গ্রাম বা শহরের জন্য কোনও বরাদ্দ দিচ্ছে না। তাই রাজ্য সরকার নিজেদের তহবিল থেকেই পুরো অর্থের ব্যবস্থা করছে।’
ক্ষোভ উগরে স্থানীয় এক বাসিন্দা বলেন, “আমাদের বললেন, তিন দিন সময় দিতে। আমরা দিলাম।” আরেক মহিলা বললেন, “তিন দিনের মধ্যে কিছু না হলে, তারপর আমরা দেখিয়ে দেব। রাস্তায় বসে পড়ূব। আমরা নবান্না ঘেরাও করব। আমাদের থাকার ব্যবস্থা করুক।”

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement