ম্যাকো রোবোটিক পদ্ধতিতে হাঁটু প্রতিস্থাপন চিকিৎসা আইএলএস-এ

IMG-20250322-WA0026 (1)

হাঁটুর সমস্যার কারনে প্রায় বেশিরভাগ মানুষের বর্তমান সময়ে হাঁটাচলা বন্ধ হয়ে যায়। এই সমস্যা থেকে মুক্তি দিতে শহরের প্রায় বেশিরভাগ সরকারি ও বেসরকারি হাসপাতালে চালু হয়েছে হাঁটু প্রতিস্থাপন। খেলোয়াড়দের ক্ষেত্রে শারীরিক ইনজুরি একটা বড় সমস্যা। হাঁটু প্রতিস্থাপনের ক্ষেত্রে এবার নয়া ম্যাকো রোবোটিক পদ্ধতি নিয়ে এল ২৫ বছরের বেসরকারি হাসপাতাল আইএলএস হাওড়া। এই বিষয়ে এক সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন হাসপাতালের অর্থোপেডিক কনসাল্টেন্ট চিকিৎসক সিদ্ধার্থ গুপ্তা, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট দেবাশিস ধর, গ্ৰুপ চিফ অপরেটিং অফিসার বিশাল গোয়েল, চিফ অপরেটিং অফিসার মহুয়া গোলদার। চিকিৎসক গুপ্তা জানান, ব্যাথা ছাড়া সার্জারি হয় ৭০-৮০ শতাংশ রোগীর। এই পদ্ধতি রাজ্য সহ পূর্ব ভারতে প্রথম চালু হচ্ছে বলে উল্লেখ করেন। রোগীরা হাঁটু ব্যাথা নিয়ে ৭-১০ দিন পরে চিকিৎসার জন্য আসেন। মূলত সমস্যা তৈরী হয় অর্থারাইটিস থেকে হাঁটু ভাঁজ করতে পারেন না। ফলে হাঁটু মুড়ে বসতে পারেন না। একটি আর্টিফিশিয়াল হাঁটু চলে ২০/২৫ বছর। ফলে এই নয়া মার্কিন সংস্থার হাট ধরে রোবোটিক পদ্ধতিতে কার্টিলেজ দিয়ে চিকিৎসা করা হয়। স্পোর্টস ইনজুরির ক্ষেত্রেও এই চিকিৎসা পদ্ধতিতে সফল হবে। সার্জারির ৩/৬ সপ্তাহ পর থেকেই হাঁটাচলা করতে পারবেন রোগীরা বলে জানান চিকিৎসক। হাঁটু প্রতিস্থাপনের এই নয়া পদ্ধতির চিকিৎসা খরচ ৩-৫ লক্ষ টাকা ব্যয় মূল্য বলে জানান। স্বাভাবিক হাঁটাচলার জন্য ফিজিওথেরাপি ও শরীরচৰ্চা প্রয়োজন।
একইসঙ্গে দেবাশীষ বাবু বলেন, আগামী দিনে কলকাতা ও আগরতলায় হাসপাতাল সম্প্রসারণের কাজ চলছে। আগামী পয়লা বৈশাখে রায়পুরে ১৫০ বেডের নয়া হাসপাতাল চালু হতে চলেছে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement