ফেসবুক পেজে সিপিএম-এর লাল বদলে মিশল নীলে

IMG-20250324-WA0006

পরের মাসেই মাদুরাইয়ে অনুষ্ঠিত হতে চলেছে সিপিএমের পার্টি কংগ্রেস। শনিবার থেকে শুরু হয়েছে কেন্দ্রীয় কমিটির বৈঠক।কিভাবে ঘুরে দাঁড়ানো সম্ভব হবে, এই নিয়েযখন জোর প্রস্তুতি চলছে, ঠিক তখনই সোশাল মিডিয়ায় সিপিএম বদলে গেল নীলে।লাল থেকে আকাশি নীলে পরিণত হল ফেসবুক পেজের ডিপি।নেই লালের ছোঁয়া, সিপিএমের প্রোফাইলে নীল-সাদা। আর চিরাচরিত লাল কাস্তে-হাতুড়ির আচমকাই বদল দেখে স্তম্ভিত রাজনৈতিক মহল। নীল-সাদা আকাশ, সাদা মেঘের ভেলার উপর সোনালি রঙের কাস্তে-হাতুড়ি। নতুন ডিপি-তে রবিবার এই ছবিই দেখা যাচ্ছে সিপিএমের অফিসিয়াল ফেসবুক পেজে। কভার পিকচারও বদল হয়েছে। সেখানেও নীল-সাদা আকাশ, কাস্তে-হাতুড়ি উঁচিয়ে শ্রমিক ও কৃষক শ্রেণির দুই প্রতিনিধি এবং একটি তারে ঝোলানো লাল পতাকার পাশেই বসে পাখি। সঙ্গে লেখা ‘ব্রিগেড চলো। ২০ এপ্রিল, বিকেল ৩টে।’ এই ডিপি প্রকাশ্যে আসার পর থেকেই হইচই পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। ফেসবুকের ডিপির প্রায় একই সঙ্গে ফেসবুক পেজের কভার ছবিও বদল করা হয়েছে। তাতে অবশ্য লালের ছোঁয়া আছে। ছবি দু’টি ক্ষেত্রেই মুখ্য হয়ে উঠেছে নীল-সাদা। শনিবার রাতে রাজ্য সিপিএমের ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল ছবি বদল করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, নীল আকাশ সাদা মেঘের মাছে বিরাজমান কাস্তে হাতুড়ি। তবে অদ্ভুতভাবে এ কাস্তে-হাতুড়ির রং লালের পরিবর্তে সোনালি। এই ডিপি বদল নিয়ে সংবাদমাধ্যমে তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে বলতে শোনা গিয়েছে, ‘এত দিন ওরা নীল-সাদা নিয়ে কটাক্ষ করত। আজকে নিজেরাই ওই রং করেছে। আসলে ওরা ওদের রক্তাক্ত ইতিহাস ভুলতে এই রং বদল করেছে। লাল সরিয়ে দিয়েছে।’ পাল্টা আবার মহম্মদ সেলিম সংবাদমাধ্যমে বলেছেন, ‘তৃণমূলের বক্তব্যে মনে হচ্ছে ওরা নীলের উপর যে মৌরসিপাট্টা কায়েম করেছে তাতে আবার নীল কর চালু করবে।’ তাঁর কথায়, নীল সাদা তো কারও পৈর্তৃক সম্পত্তি নয়। সিপিএমের সোশাল মিডিয়ার ডিপি নিয়ে কটাক্ষ দেবাংশু ভট্টাষার্যের কটাক্ষ,’নীল সাদায় মিশে গেল সিপিএম, মহাশূন্যে ভাসমান’। এক নেটিজেন লিখেছেন, ‘যাক আজ সরাসরি রং বদলেছে গিরগিটির মতো। আগে তো লুকিয়ে চুরিয়ে রং বদলাতো।’ হাহা রিয়েক্টে ভরে উঠেছে পোস্ট। উল্লেখ্য, রাজ্য সরকারের যে কোনও কর্মসূচিতেই নীল-সাদার আধিক্য দেখা যায়। শুধু সরকার নয়। তৃণমূলের দলীয় কর্মসূচিতেও হোর্ডিং, কাপড়, শামিয়ানাতেও রং থাকে নীল-সাদাই।প্রসঙ্গত, আগামী ২০ এপ্রিল ব্রিগেড অভিযানের ডাক দিয়েছে সিপিএম। সেই রাজনৈতিক কর্মসূচিতে জনজোয়ার আনতে এখন থেকেই শুরু হয়েছে প্রচার। সোশ্যাল মিডিয়া প্রচার বরাবরই বামেদের অন্যতম হাতিয়ার। সেই লক্ষ্যেই নানাবিধ পোস্টার, ডিজিটাল ছবি ডিজ়াইন করা হচ্ছে বলে খবর।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement