আবগারিতে মহিলা নিয়োগ বন্ধের বিরুদ্ধে পথে বিক্ষোভ বিজেপির

IMG-20250322-WA0338

রাজ্য আবগারি দফতরের অধীনস্থ মদের দোকান, বার ও নাইট ক্লাবে মহিলাদের নিয়োগের প্রতিবাদে কলেজ স্কোয়ার থেকে বউবাজারে পশ্চিমবঙ্গ সরকারের আবগারি দফতর পর্যন্ত মিছিল করল রাজ্যের বিরোধী দল।
বিবি গঙ্গোপাধ্যায় স্ট্রিটে বিজেপির মিছিল আটকানোর অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। কার্যত পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় বিজেপি কর্মী সমর্থকদের। এই মিছিলে উপস্থিত ছিলেন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিধায়ক অগ্নিমিত্রা পাল, তাপস রায়, রূপা গঙ্গোপাধ্যায় সহ অন্যানরা।
মিছিল থেকে এ দিন, সুকান্ত মজুমদার বলেন, “আমাদের শান্তিপূর্ণ আন্দোলন ছিল। সেই আন্দোলনে লাঠিচার্জ করে, ধাক্কাধাক্কি করে মহিলাদের গায়ে হাত দিয়ে অযথা উত্তেজনা তৈরির চেষ্টা করবেন না। আমরা গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণ করেছি। আমরা নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টি। চোর তৃণমূল কংগ্রেস নই যে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি করতে যাব। একটা পুরনো আইন ছিল, যেখানে বার-রেস্তোরাঁয় কাজ করার বাধা ছিল। তৃণমূল সেই আইনের পরিবর্তন এনেছে। আমরা নারী-পুরুষ সমান মনে করি। দু’জনেরই কাজ করার সমান অধিকার রয়েছে। তাতে আপত্তি নেই।”
মুখ্যমন্ত্রীর লন্ডন সফরকে কটাক্ষ করে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘‘কিন্তু এই অক্সফোর্ডটা যেন আবার ইস্ট জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের মতো ভুয়ো পিএইচডি’তে পরিণত না-হয় । মনে রাখবেন, বাঙালির সম্মান যেন থাকে।’’

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement