মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডনের সফরসূচি বদল হয়েছে। শনিবার সন্ধের বিমানে দুবাই হয়ে লন্ডনের উদ্দেশে পাড়ি দিলেন তিনি। রবিবারই লন্ডনে পৌঁছে যাওয়ার কথা তাঁর। লন্ডনের হিথরো বিমানবন্দরে বিদ্যুৎ বিপর্যয়ের জেরে মমতার সফরসূচিতে বদল হয়েছে। শনিবার সন্ধ্যায় দমদম বিমানবন্দর থেকে বিমানে রওনা হন মুখ্যমন্ত্রী। মাঝরাতে পৌঁছবেন দুবাইতে। রবিবার ভোর ৩টে নাগাদ দুবাই থেকে লন্ডনে পাড়ি দেবেন।
এরপর সেখানকার স্থানীয় সময় অনুযায়ী, সকাল ৭টা এবং ভারতীয় সময় অনুযায়ী, বেলা সাড়ে ১২টা-১টা নাগাদ লন্ডনে পৌঁছবেন মমতা। ২২ তারিখের বদলে ২৪ তারিখ অর্থাৎ সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় রওনা হবেন বলেই জানা গিয়েছিল। শেষ পাওয়া খবর অনুযায়ী ২৫, ২৬ এবং ২৭ মার্চ – পরপর তিনদিন সেখানে একাধিক অনুষ্ঠান রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাণিজ্য বৈঠক, কলেজ, বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে ভাষণ দেওয়া ছাড়াও ব্রিটিশ সরকারের প্রতিনিধিদের সঙ্গেও একটি বৈঠক করার কথা তাঁর। পূর্বসূচি অনুযায়ী, সেসব শেষ হলে ২৮ তারিখ লন্ডন থেকে ফের কলকাতার উদ্দেশে রওনা দেবেন তিনি। তবে নতুন সফরসূচিতে মুখ্যমন্ত্রীর ফেরার দিন বদল হচ্ছে কি না, তা এখনও অজানা।
এদিন বিমানবন্দরে পৌঁছে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘চার-পাঁচ দিনের জন্য আমরা যাচ্ছি। কিন্তু সর্ব ক্ষণ আমার সঙ্গে সংযোগ থাকবে। বাংলার মা-মাটি-মানুষকে বলব, আপনারা ভাল থাকবেন।’’