দার্জিলিংয়ের সুকিয়াপোখরি থেকে শিলিগুড়ি আসার জন্য একটি চারচাকা গাড়িতে রওনা হয়েছিলেন পর্যটকরা। নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল পর্যটক বোঝাই গাড়ি। মৃত্যু হল দু’জনের। আহত একাধিক। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, গাড়িটির গতি অতিরিক্ত ছিল। বাঁক নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারায় সেটি। গয়াবাড়ি ফাঁড়ির পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
শনিবার সকাল ৮টা নাগাদ যাত্রীদের নিয়ে গাড়িটি শিলিগুড়ির দিকে আসছিল। গয়াবাড়ি এলাকায় বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায় গাড়িটি।

ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ জনের। দুর্ঘটনায় আহত হন বেশ কয়েকজন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মিরিক প্রাথমিক হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে পৌঁছয় মিরিক থানার পুলিশ। তাঁরা মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার্কে লামা নামে এক যাত্রীর। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় আরও এক যাত্রীর।