স্নানের গোপনে ছবি তোলার অভিযোগেব গ্রেফতার যুবক

IMG-20250321-WA0302

শিলিগুড়ি: আশিঘর এলাকার মধ্য শান্তিনগরের ঘটনা। জানা গেছে এক মহিলার স্নানের সময় গোপনে ছবি তোলার অভিযোগে চাঞ্চল্য ছড়ায়। অভিযোগের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেয় পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে। ধৃত ব্যক্তির নাম দেবাশীষ রায়, আরো জানা গেছে ওই যুবক শান্তিনগরের বাসিন্দা।স্থানীয় সূত্র মারফত খবর ওই মহিলা বাড়ির স্নানঘরে ছিলেন। তখন দেবাশীষ রায় গোপনে তোলে। বিষয়টি বোঝার পর ওই মহিলা দ্রুত থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়া পড়ে আশিঘর আউটপোস্টের পুলিশ অভিযান চালায় এবং অভিযুক্তকে গ্রেফতার করে।পুলিশি জিজ্ঞাসাবাদে যুবক জানায়, সে ভিডিও তুলে সেই ভিডিও মুছে ফেলেছে। তবে অভিযোগ দায়ের হওয়ায় কারণে পুলিশ তাকে গ্রেফতার করে ভক্তিনগর থানায় স্থানান্তরিত করে। ধৃতকে বৃহস্পতিবার জলপাইগুড়ি আদালতে তোলা হয়।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement