একটা বেআইনি নির্মাণের অভিযোগ এসেছে। তদন্ত করতে পাঠিয়েছি। অভিযোগের প্রকৃতি খুবই গুরুতর। শুক্রবার টক টু মেয়র অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন কলকাতা পুরসভার মহানাগরিক ফিরহাদ হাকিম। এই প্রসঙ্গে তিনি আরও বলেন, এক্ষেত্রে কলকাতা পুরসভার গাফিলতি থাকলে সংশ্লিষ্ট কর্মীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন পুর কমিশনার। মেয়র আরও বলেন, কলকাতায় পুকুর ভরাট বন্ধ হয়ে গেছে। পুকুর ভরাট যাতে না হয়, তা দেখার দায়িত্ব স্থানীয় থানার ওসি’র। পুকুর ভরাট হয়ে যাচ্ছে, আর স্থানীয় থানা কিছু জানে না, তা হতে পারে না। এদিন বেহালার এক বাসিন্দা টক টু মেয়র অনুষ্ঠানে পুকুর ভরাটের অভিযোগ জানিয়ে ফোন করেছিলেন।পুরমন্ত্রী তাকে জানান, পুকুর ভরাট হলে স্থানীয় থানার ওসি’র বিরুদ্ধে এফআইআর দায়ের করতে হবে। এই বিষয়ে তিনি লালবাজারে কথাও বলবেন বলে জানান। এদিন বেলগাছিয়ায় ধস নেমে বাড়ি ভেঙ্গে পড়া প্রসঙ্গে মেয়র বলেন, হাওড়ার প্রশাসকের সাথে কথা হয়েছে। শুক্রবার সকালে ১৫টি গাড়ি ও বৃহস্পতিবার ৩টি গাড়ি ওই এলাকায় পাঠানো হয়েছে। আমি যেহেতু ঘটনাস্থলে যাইনি, তাই কীভাবে ধস নামল তা বলতে পারব না। হাওড়া পুরনিগমের কাছে এই বিষয়ে নগরোন্নয়ন দফতরের তরফ থেকে চিঠি পাঠানো হয়েছে। পুরমন্ত্রী আরও বলেন, মুখ্যমন্ত্রী মাওবাদীদের মূলস্রোতে ফিরিয়ে এনেছেন। সবার জন্য কাজের ব্যবস্থা করেছেন। সবার হাতে কাজ চলে এলে কেউ আর মাওবাদী থাকবে না। প্রচুর ছেলে জঙ্গলমহল থেকে এসে এখানে কাজ করছে। যদি কাজের ব্যবস্থা না করা হয়, তাহলে মাওবাদীদের একটা গ্রুপকে মেরে দিলে আরও একটা গ্রুপ উঠে আসবে। ফিরহাদ আরও বলেন, বিভাজনের রাজনীতি বাংলায় চলবে না। শুভেন্দু আগে এই ধরণের কথা বলত না, এখন যাদের পাল্লায় পড়েছে, তার জন্য তাদের এসব কথা বলতে হচ্ছে।