আড়াই লক্ষ টাকার ব্রাউন সুগার সহ ধৃত ২

IMG-20250320-WA0269

কখনো গাজা আবার কখনো ব্রাউন সুগারের বিরুদ্ধে কোচবিহারে পুলিশি অভিযান জারি রয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে প্রায় আড়াই লক্ষ টাকার ব্রাউন সুগার সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করলো কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার কোচবিহার ডিপো থেকে তাদের আটক করা হয়। ধৃত ওই দুজনের নাম সায়ুল বিশ্বাস ও জুয়েল হক। সায়ুলের বাড়ি কালিয়াচকে এবং অপরজন জুয়েল হকের বাড়ি কোচবিহার টাকাগাছ এলাকায়। বুধবার সাংবাদিক বৈঠক করে একথা জানালেন কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য।এদিন তিনি সাংবাদিক বৈঠক করে জেলা পুলিশ সুপার জানান,গোপন সূত্রের খবর ভিত্তিতে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থায় কোচবিহার ডিপোতে ঘাপটি মেরে বসে ছিল কোতোয়ালি পুলিশ। সেই সময় মালদা থেকে একটি বাস উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ডিপোতে প্রবেশ করেন। সেই সময় বাস থেকে কালিয়াচকের বাসিন্দা সায়ুল বিশ্বাস ও কোচবিহার ২ নম্বর ব্লকের টাকাগাছের বাসিন্দা জুয়েল হক নামে দুজনকে আটক করে তারা। ধৃতদের কাছ থেকে প্রায় ২২০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়। এই ব্রাউন সুগারের আনুমানিক বাজার মূল্য প্রায় আড়াই থেকে তিন লক্ষ টাকা।তিনি আরও জানান,আমাদের কোচবিহার জেলাতে মাদকের বিরুদ্ধে অভিযান চালাচ্ছি। সেই কারনে জেলার বিভিন্ন প্রান্তে ব্যাপক হারে মাদক দ্রব্য,গাঁজা ও আফিম উদ্ধার হচ্ছে। এই অভিযান আমাদের আগামী দিনেও চলবে বলে জানান তিনি।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement