সুনীতার ভারতরত্নের দাবি মুখ্যমন্ত্রীর, নাম ভুলের অভিযোগ বিরোধীদের

IMG-20250320-WA0000

বুধবার ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে পৃথিবীতে ফিরেছেন সুনীতা উইলিয়ামস। সুনীতাকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে ব্যতিক্রমী হয়ে উঠল বিধানসভা। সুনীতাকে উলিয়ামসের বদলে চাওলা বলেছেন মুখ্যমন্ত্রী এই অভিযোগ তুললেন বিরোধীরা। বুধবার বিধানসভার অন্দরে সুনীতা উইলিয়ামসকে পৃথিবীতে ফিরে আসার জন্য অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুনীতাকে ভারতরত্ন দেওয়ার দাবি তুলেছে বলেন, “আমি স্পেস সায়েন্স নিয়ে কিছু পড়াশোনা করেছি। সেই সময় আমি দেখেছি মহাকাশযান এই অবস্থায় ফিরে আসতে গেলে অগ্নিকাণ্ড হত। কল্পনা চাওলা ফিরে আসতে পারেননি।”
যদি পরে বিধানসভার বাইরে এই প্রসঙ্গ উঠতেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেন, সুনীতা উইলিয়ামসের পদবী ভুল করেছেন মুখ্যমন্ত্রী ৷ উইলিয়ামসের বদলে চাওলা বলেছেন। বিরোধী দলনেতার দাবি, ‘‘মুখ্যমন্ত্রী সুনিতা উইলিয়ামসের নাম সুনীতা চাওলা বলছেন । বাঙালি হিসাবে লজ্জিত আমরা । মুখ্যমন্ত্রী ক্ষমা চান ।’’

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement