আর্সেনালকে হারাল রিয়াল মাদ্রিদ

IMG-20250319-WA0240

মাদ্রিদ: পুরুষ চ্যাম্পিয়নস লিগে রিয়ালের একক আধিপত্য। রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন। তবে তাদের নারী দল কখনো চ্যাম্পিয়নস লিগ জিততে পারেনি। গত দুই আসরসহ টুর্নামেন্টের শেষ চার আসরের মধ্যে ৩ বার চ্যাম্পিয়ন রিয়ালের চিরপ্রতিদ্বন্ধী বার্সেলোনা। মঙ্গলবার (১৮ মার্চ) রাতে নারী চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে আর্সেনালের মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ। প্রথম লেগে আলফ্রেডো ডি স্টেফানো স্টেডিয়ামে সফরকারী আর্সেনালের মেয়েদেরকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদের মেয়েরা। পুরুষ চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টারেও কাকতালীয়ভাবে রিয়াল মাদ্রিদ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে আর্সেনালকে। ৮ এপ্রিল রাতে প্রথম লেগে আর্সেনালের মাঠে খেলবে রিয়াল। ম্যাচের ২২তম মিনিটে রিয়াল মাদ্রিদকে এগিয়ে দেন লিন্ডা ক্যাইসেদো। ডিফেন্ডার লিহ উইলিয়ামসনকে কাটিয়ে অনায়াসেই আর্সেনালের জালে বল জড়ান কলম্বিয়ার তরুণ এই স্ট্রাইকার। ম্যাচের ৮২তম মিনিটে বদলি হিসেবে মাঠে নেমে রিয়ালের হয়ে দ্বিতীয় গোলটি করেন অ্যাথেনিয়া ডেল ক্যাস্তিলো। শেষ পর্যন্ত ২-০ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। ২৭ মার্চ আর্সেনালের মাঠে দ্বিতীয় লেগে মুখোমুখি হবে দুই দল।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement