সুন্দরবন ও ট্রাম বাঁচানোর রক্ষায় ট্রামযাত্রা

IMG-20250319-WA0210

ট্রাম যেমন শহরের ঐতিহ্য তেমন পরিবেশ বান্ধব যানও। ট্রামকে বাঁচাতে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। ট্রাম প্রেমীদের যুক্তি এই যান চলাচলে পরিবেশের কোনো ক্ষতি হয় না। আবার সবুজ পরিবেশ রক্ষায় সুন্দরবন অগ্রণী ভূমিকা নিয়েছে। সুন্দরবনের পরিবেশকে বাঁচাতে সেতুবন্ধন করছে ট্রাম। ট্রামযাত্রা নামক এক সংগঠনের পক্ষ থেকে আগামী ২৮-৩১ মার্চ গড়িয়াহাট ভায়া ধর্মতলা ও ধর্মতলা ভায়া শ্যামবাজার রুটে বিন্যামূল্যে ট্রাম প্রদর্শনীর আয়োজন করা হয়েছে বলে জানালেন আর্টিস্টিক ডিরেক্টর মহাদেব শি। তিনি বলেন, সবুজ অরণ্য রক্ষার উদ্দেশ্যে এই ট্রামযাত্রায় সবুজের উপর বিভিন্ন প্রদর্শনী থাকবে। এই অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী, মেয়র প্রত্যেককে আমন্ত্রণ জানানো হবে। প্রদর্শনীতে ট্রামে সবুজ রক্ষার বার্তা দেওয়া হবে। একইসঙ্গে এই প্রদর্শনীতে সুন্দরবনের মানুষজন সচেতনতার বার্তা দেবেন বলে উল্লেখ করেন। তবে ট্রাম তুলে দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে মহাদেব বাবু জানান, তাঁরা যেহেতু আয়োজক সংগঠন তাই এই প্ল্যাটফর্ম থেকে প্রতিবাদে শামিল হবেন না।(সপ্তর্ষি সিংহ)

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement