সাইকেল নিয়ে সারা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের রাজধানীর পরিবেশ নিয়ন্ত্রণ পর্ষদে বার্তা পৌঁছে দিয়ে এসছে। রামপ্রসাদ নস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগর থানার অন্তর্গত রাজাপুর করাবেগ অঞ্চলের কেওড়াতলা গ্রামের বাসিন্দার পেশায় পার্শ্ব শিক্ষক শিবপুর আদর্শ বিদ্যালয়ের ১৯৯৫ সাল থেকে সাইকেল চালিয়ে চলেছেন।সাইকেল ছাড়া আজও পর্যন্ত কোন গাড়িতে উঠিনা। এই শিক্ষক ২০১৩-১৪ সাল থেকে। উদ্দেশ্য ছিল দূষণমুক্ত পৃথিবী গড়া এবং জীব বৈচিত্র্য রক্ষা। এইভাবে প্রতিবছর সাইকেল নিয়ে প্রচার অভিযানে বের হয়। কখনো গঙ্গা বাঁচাও অভিযানের লক্ষ্য নিয়ে গঙ্গোত্রী যাচ্ছেন, কখনো সুন্দরবন বাঁচাও অভিযানের লক্ষ্য নিয়ে বাংলাদেশের ৬৪ জেলাজুড়ে প্রচার অভিযান করছেন, কখনো দূষণমুক্ত পৃথিবী গড়ার লক্ষ্য নিয়ে নেপালের সাত প্রদেশ জুড়েই প্রচার অভিযান করেছেন, কখনো গন্ডার বাঁচাও অভিযানের লক্ষ্য নিয়ে আসামের কাজিরাঙ্গা গিয়েছেন, কখনো স্বচ্ছ ভারত অভিযানের লক্ষ্য নিয়ে প্রচার অভিযান করেছেন, কখনো বা নদী দূষণের বিরুদ্ধে প্রচুর অভিযান তিনি করেছেন, কখনো বা প্লাস্টিক, থার্মোকলের বিরুদ্ধে প্রচার ও করছেন, কখনো বা সাইকেল চালাও অভিযানের লক্ষ্য নিয়ে প্রচার অভিযান করছে, এইভাবে দীর্ঘ ১৬ বছর জুড়ে লিফলেটসহ প্রচার অভিযান চালিয়ে যাচ্ছেন। যাতে সৌরশক্তিকে কাজে লাগিয়ে দ্রুতগতি সম্পন্ন যানবাহন চালানো যায়,অন্যান্য কাজকর্ম যাতে অফুরন্ত সম্পদ সৌরশক্তিকে কাজে লাগিয়ে দূষণমুক্ত করা যায় তার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, বিভিন্ন রাজ্যে গাছ লাগিয়ে মানুষকে উৎসাহ দিচ্ছেন তিনি যাতে তারা বৃক্ষ রোপনের প্রতি উৎসাহিত হয়।