সভাপতি মনোনয়নে বৈঠকে বঙ্গ বিজেপি

IMG-20250316-WA0183

বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছে সব রাজনৈতিক দলই। এরইমধ্যে জেলাগুলিতে সভাপতি নির্বাচনের প্রক্রিয়া দ্রুত শেষ করতে চায় বিজেপি। রবিবার ১৮টি জেলার সভাপতি বাছতে বৈঠকে বসল বিজেপির রাজ্য নেতৃত্ব। বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ দায়িত্ব প্রাপ্ত কেন্দ্রীয় নেতা সুনীল বনশাল, অমিত মালব্য-সহ রাজ্য সম্পাদকরাও এই বৈঠকে উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ-এর রাজ্য সফর নিয়েও এ দিনের বৈঠকে আলোচনা হতে পারে বলে সূত্রের খবর। রাজ্য সভাপতি নির্বাচনের বিষয়টিও রবিবারের বৈঠকে আলোচনায় উঠে আসার সম্ভাবনা রয়েছে।
রাজ্যে বিজেপির সাংগঠনিক জেলার ৫০ শতাংশের বেশি সভাপতি নির্বাচন প্রক্রিয়া শেষ হয়েছে। ফলে রাজ্য সভাপতি নির্বাচনে আর কোনও বাধা রইল না। তাই সেই প্রক্রিয়া নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। কে হবেন রাজ্য সভাপতি তা নিয়ে বিস্তর জল্পনা চলছে বেশ কয়েক মাস ধরেই। একাধিক হেভিওয়েট নাম নিয়ে চলছে চর্চা।
এদিন সুকান্ত মজুমদার বলেন, “গণতন্ত্রের স্বাভাবিক নিয়ম আছে। এই ধরনের এজেন্সি ঘরে বসে কাজ করুক ঠিক আছে। কিন্তু একুশের ভোটে আমরা দেখেছিলাম মাঠে নেমে কাজ করছে। এরা সেই সময় বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন ব্যক্তির অ্যাকাউন্টে পাঁচশো টাকা করে ঢুকিয়েছিল। আমি ধরেও ছিলাম আমাদের ওইখানে কয়েকজনকে।” তিনি এও প্রসঙ্গে আরও বলেন, “এই ধরনের এজেন্সির ব্যবহার কি আদৌ ভারতের মতো গণতান্ত্রিক দেশে স্বাস্থ্যকর? ঠান্ডা ঘরে বসে কাজ করলে আমাদের আপত্তি নেই। কিন্তু আমার মতে নিচে নেমে যদি জনগণের মতকে পরিবর্তনের চেষ্টা করে আমার মনে হয় সেক্ষেত্রে ভারতে তর্ক-বিতর্ক হওয়া প্রয়োজন আছে।”

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement