তৃতীয় বার ফাইনালে উঠেও মহিলাদের আইপিএল জিততে পারল না দিল্লি ক্যাপিটালস। মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারল সৌরভ গঙ্গোপাধ্যায়ের দল। দ্বিতীয় বার চ্যাম্পিয়ন হল ঝুলন গোস্বামীর মুম্বই। দিল্লি ক্যাপিটালসকে এখন সবচেয়ে দুর্ভাগা দল বলাই যায়। এবারের ফাইনালে তারা ১৪১ রান তোলে, কিন্তু শেষ পর্যন্ত ৮ রানে হার মানতে হয়। গত তিন মরশুমে দ্বিতীয়বার শিরোপা জিতে নিল হরমনপ্রীত কৌরের মুম্বই ইন্ডিয়ান্স। কঠিন পরিস্থিতি থেকে দলকে ১৪৯ রানে নিয়ে যাওয়ার ভিত গড়লেন তিনি। বাকি কাজটা করলেন বোলারেরা। বোলিং কোচ ঝুলন কেন বার বার অভিজ্ঞতার কথা বলেন তা এই ম্যাচে বোঝা গেল। ন্যাট শিভার-ব্রান্ট, শবমন ইসমাইল, হেইলি ম্যাথুজ়, অ্যামেলিয়া কেরদের সামনে মুখ থুবড়ে পড়ল মেগ ল্যানিং, শেফালি বর্মার দিল্লি। টস হেরে ব্যাটিংয়ের শুরুটা ভাল হয়নি মুম্বইয়ের। মুম্বইয়ের হাল ধরেন অধিনায়ক হরমনপ্রীত কৌর এবং ন্যাট স্কিভার ব্রান্ট। শুরুতে সাবধানী ব্যাটিং করলেও সময়ের সঙ্গে সঙ্গে গতি বাড়ান দু’জনেই। মুম্বই ৭ উইকেটে ১৪৯ রানের সম্মানজনক স্কোর গড়ে। ১৫০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথমেই ধাক্কা খায় দিল্লি ক্যাপিটালস। দলের দুই ভরসা মেগ ল্যানিং এবং শেফালি বর্মা দ্রুত ফিরলে চাপে পড়ে যায় দল। পাওয়ারপ্লের পরই আউট হন জেস জোনাসনও। ১৭তম ওভারে সাইকার বলে ১৭ রান নিলেন তিনি। সেই ওভারের পর দিল্লির জেতার আশা দেখা যায়। মুম্বইকে আবার খেলায় ফেরান সেই শিভার-ব্রান্ট। ৪০ রানের মাথায় কাপকে ফেরান তিনি। পরের বলেই আউট করলেন শিখা পাণ্ডেকে। চলতি মরসুমে মুম্বইয়ের জয়ের নেপথ্যে সবচেয়ে বড় নাম শিভার-ব্রান্ট। ব্যাটে-বলে দাপট দেখিয়ে মুম্বইয়ের কোলে ট্রফি তুলে দিলেন তিনি।