ভোটের ময়দানে পা রেখেছিলেন আগেই। এবার অভিনয়ে হাতেখড়ি হল বাম নেত্রী দীপ্সিতা ধরের। প্রয়াত প্রীতীশ নন্দী প্রযোজিত ‘জিদ্দি গার্ল’ সিরিজে অভিনয় করতে দেখা গেল এই বাম নেত্রীকে। আমাজন প্রাইমে সদ্য মুক্তি পেয়েছে মেয়েদের কলেজে এবং হোস্টেল জীবন নিয়ে তৈরি ওয়েব সিরিজ জিদ্দি গার্ল। সেখানেই এক আন্দোলনরত তরুণীর ভূমিকায় দেখা গিয়েছে দীপ্সিতাকে। বাম নেত্রী ছাড়াও সিরিজে অভিনয় করেছেন নন্দিতা দাস, দিয়া দামিনী, লিলেট দুবের মতো খ্যাতনামা শিল্পীরা।কেমন ছিল অভিনয়ের অভিজ্ঞতা? আজকালক ডট ইনকে জেএনইউ – প্রাক্তনী জানালেন, এক সপ্তাহ ক্যামেরার সামনে কাজ করেছেন। দিল্লি আর মুম্বাইয়ে শ্যুটিং হয়েছে। দীপ্সিতা আজকাল ডট ইনকে আরও বলেন, “পরিচালক সোনালী বসুর একান্ত অনুরোধেই এই কাজ করা। চরিত্রটিও একজন অ্যাক্টিভিস্ট-এর। আমি মনে করি, ইচ্ছে করলেই একজন যেমন রাজনীতিবিদ হতে পারে না, তেমনই ইচ্ছা করলেই কেউ অভিনেত্রী হতে পারে না। এটা একান্ত ব্যক্তিগত পরিসর থেকে করা কাজ। পঞ্চায়েত নির্বাচনের পর ভাঙা হাত নিয়েই তাই শ্যুটিং করেছি। একান্ত ব্যক্তিগত অনুরোধের জায়গা থেকে।”