হুগলির উত্তরপাড়ায় বিএ রোডে দোলযাত্রার উদযাপনে যোগ দিয়েছিলেন দিলীপ ঘোষ। সেখানেই শান্তিনিকেতনের সোনাঝুরি খোয়াইয়ে বসন্ত উৎসবে নিষেধাজ্ঞা নিয়ে সুর চড়ান দিলীপ।
সোনাঝুরিতে দোলে নিষেধাজ্ঞা নিয়ে বনদপ্তরকে বেনজির তোপ দিলীপ ঘোষের। রবিবার দোলের দিন সোনাঝুরি হাট সংলগ্ন এলাকায় আবির খেলা ও বসন্তোৎসব পালনে নিষেধাজ্ঞা জারি করা হয় বনদপ্তরের তরফে। যদিও বনমন্ত্রী বীরবাহা হাঁসদা দাবি করেন, সোনাঝুরিতে রং খেলায় কোনও নিষেধাজ্ঞা নেই। এই প্রসঙ্গে প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বললেন, “রং খেলাতেও আপত্তি কীসের? উৎসবে বাধা দিলে উলটো করে ঝোলানো উচিত।” জুতো পেটা করার নিদানও দেন তিনি।
দিলীপ ঘোষ বলেন, “উত্তর প্রদেশে তো একমাস ধরে হোলি চলে। শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরও এই উৎসব চালু করেছিলেন। এখন খবরে দেখলাম বন বিভাগ বলেছে এখানে হোলি খেলা যাবে না। এত লোক খেললে নাকি দূষণ হবে। আমি জানি না কার মাথায় এটা এসেছে। এত বড় স্পর্ধা কে করেছে জানি না।”










