শিলিগুড়ি: শিলিগুড়ি কলেজে বাণিজ্য মহাবিদ্যালয়a এর ক্রীড়া প্রতিযোগিতা শুরু হলো। মেয় র গৌতম দেব এই অনুষ্ঠানের উদ্বোধন করে জানালেন এই প্রতিযোগিতা প্রচন্ড জনপ্রিয় হয়ে আসছে দিনের পর দিন। এই বছর সকল প্রতিযোগীদের শুভেচ্ছা এবং শুভকামনা জানাই। বহু মানুষ আছেন যারা এই ধরনের প্রতিযোগিতা দেখতে পছন্দ করেন , এবং ভালোবাসেন তাদের জন্য এই ধরনের প্রতিযোগিতা এতটা জনপ্রিয় হয়। আমার নিজের ইচ্ছা এই প্রতিযোগিতা যাতে আরো জনপ্রিয় হয় এবং যাতে আরো উৎসাহী হয় বর্তমানে এই কলেজে পড়া যুবক এবং যুবতীরা। তবেই সার্থক হবে এই প্রতিযোগিতা করা। এবং আমি এই প্রতিযোগিতার প্রচন্ডভাবে সাফল্য কামনা করি , দীর্ঘায়ু হোক এই প্রতিযোগিতা। এরই মেয়রের সাথে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরসভার অন্যান্য এমএমআইসি এবং কাউন্সিলরেরা।