শিলিগুড়ি : জোড়া পানি নদী সংস্কারের কাজ দেখতে উপস্থিত হলেন মেয়র গৌতম দেব। তিনি নিজে এম এমআইসি এবং কাউন্সিলর দের নিয়ে পর্যবেক্ষণ করলেন জোড়া পানি নদী সংস্কারের কাজ। তিনি নিজে জানালেন বহুদিন হলো এই কাজটা বাকি পড়ে আছে।, নদী সংস্কারের কাজ অত্যন্ত জরুরী, না না কাজে ব্যস্ত থাকার কারণে সময় অসময়ে এসে দেখা সম্ভব হয়ে ওঠেনা এই নদী সংস্কারের কাজ। যদিও অনেক দূর এগিয়ে গেছে এই সংস্কারের কাজ , তবুও বাকি যেটুকু আছে সেটুকু শেষ করতে একটু এটা দেখে যাওয়ার প্রয়োজন ছিল। আমি সেটা দেখে গেলাম, এবং প্রয়োজনীয় নির্দেশ দিয়ে গেলাম। আশা করছি খুব তাড়াতাড়ি এই নদী সংস্কারের কাজ শেষ করে দেওয়া সম্ভব হবে। নদী সংস্কার করতে প্রয়োজনীয় নির্দেশ আমি এই আধিকারিকদের দিয়ে গেলাম। বাকি কাজ পুরসভা সঠিকভাবেই করে যাবে , জানালেন মেয়র গৌতম দেব।