কুশল দাসগুপ্ত, শিলিগুড়ি: এনজিপি থেকে উদ্ধার হল বিদেশি সিগারেট। গোহাটি থেকে দিল্লি গামী রাজধানী এক্সপ্রেসের একটি কামরায় রাখা আছে বিদেশী সিগারেট। ঠিক এমনটাই কথা উঠে এসেছিল। সেই মতো এনজিপি স্টেশনে চলে গিয়েছিলেন কাস্টমস এবং পুলিশ আধিকারিকরা। যেখানে গিয়ে একটি কামরার তল্লাশি করেন তারা, তল্লাশি করতেই বেরিয়ে আসে বিপুল পরিমাণ ট্রাংক সহ প্রচুর বিদেশী সিগারেট। চাঞ্চল্য ছড়িয়ে যায় গোটা এনজেপি জুড়ে । যাত্রীরা পুরোপুরি অবাক হয়ে যান। ততক্ষণে এনজিপি চত্বরকে ঘিরে ফেলেছে পুলিশ। কাউকে ঢুকতে দাওয়া হয়নি সেই সময়। খুব সম্ভবত দিল্লি যাচ্ছিল ওই বাক্সবন্দী করে রাখা সিগারেট। ধৃত তিনজনকে জেরা করছে কাস্টমস এবং পুলিশ। এই বিদেশির সিগারেটের মূল্য আনুমানিক ২০ লক্ষ টাকায় বেশি হবে বলে মনে পড়ছে পুলিশ।











