“আইকনিকের” হোলি উৎসব

IMG-20250313-WA0290(1)

রঙের উৎসব ‘দোল’ আর ‘হোলি’-র প্রাক্কালে কলকাতার অন্যতম ইভেন্ট প্ল্যানার সংস্থা ‘আইকনিক’-এর উদ্যোগে উত্তর কলকাতার খান্না বাজার লাগোয়া ‘শ্রীধেশ্বর শিব সমাজ সংঘ’ প্রাঙ্গণে হল ‘রঙ মহোৎসব শীর্ষক এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
এদিন অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন তৃণমূল যুব কংগ্রেসের নেতা সঞ্জয় বক্সি, স্মিতা বক্সি, সৌম্য (জয়) বক্সি, শ্রেয়া পাণ্ডে, প্রিয়াঙ্কু পাণ্ডে, প্রবন্ধ রায় ওরফে ফান্টা, রাজ্য সরকারের অর্থ মন্ত্রকের অধীনস্ব বিভাগের দুই যুগ্ম আয়ুক্ত পাঞ্চালি মুন্সী ও অনুপম হালদার, হিন্দু সৎকার সমিতি-র অছি পরিষদের সদস্য সঞ্জয় রায়, রাজীব জয়সওয়াল, দীনেশ জয়সওয়াল, গার্গী গুপ্তা, নীতু শা, নেহা রায়, ঋক জয়সওয়াল, অভিনেত্রী সুচন্দ্রা ভানিয়া, অর্জুন সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ।


‘আইকনিক’-এর পক্ষ থেকে সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, রূপা মালাকার ও মৃত্যুঞ্জয় রায়।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement