তিনবার দল বদলেছে, শুভেন্দুকে ইগনোরের খোঁচা মমতার

IMG-20250312-WA0314

সংঘ্যালঘু বিতর্কে বিধানসভার অন্দরেই তুমুল বচসা তৃণমূল ও বিজেপি বিধায়কদের। বিজেপির বিরুদ্ধে বিভাজনের রাজনীতির অভিযোগ তুলে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেন, ‘ ওঁরা প্ল্যান করে কোনওদিন স্পিকার তো কোনওদিন মুখ্যমন্ত্রীকে অপমান করছেন। সংখ্যালঘু ভাই-বোনরা নিশ্চিন্তে থাকুন। মাইনরিটি মেজরিটি মিলিয়ে একসঙ্গে থাকুন। এটাই আমাদের সংস্কৃতি।’ বিরোধী দলনেতার নাম না করে মমতা বলেন, ‘যাঁরা জামাকাপড়ের মতো দলের আদর্শ বদলান, তাঁদের আমি লিডার মনে করি না।’
মমতার স্পষ্ট হুঁশিয়ারি, “ধর্মের নামে কোনও জালিয়াতি করবেন না।”
মমতা বলেন, ‘যদি কারও কিছু বলার থাকে বলতে পারেন। আমি বসে শুনব। আমার কথা না শুনে স্লোগান শাউটিং করবেন, এটা গণতন্ত্র নয়।’
রাজ্য বিজেপির পাশাপাশি এদিন মমতার নিশানায় ছিল কেন্দ্রের বিজেপি সরকারও। মমতার কটাক্ষ, ‘একটা মণিপুর চালাতে পারছেন না। আপনারা বাংলা চালাবেন।’

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement