সিকিমে প্রেমিকের সঙ্গে ছুটে বেড়াচ্ছেন মধুরিমা

IMG-20250312-WA0276

নিজস্ব সংবাদদাতা: মধুমিতা সরকারকে নিয়ে কৌতূহলের শেষ নেই তাঁর অনুরাগীদের মধ্যে। বিশেষ করে অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে। গত বছর দুর্গাপুজোর সপ্তমীর মধ্যরাতে একটি ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী মধুমিতা সরকার। তাঁর হাতের উপর রাখা আর একটি হাত। চারপাশে নিস্তব্ধতা। অভিনেত্রী লিখেছিলেন, ‘‘নতুন শুরু’’। নিজের জীবনের নতুন আরম্ভের কথা জানালেন তিনি। মধুমিতার পরনে ছিল কালো শাড়ি। অভিনেত্রীর পোশাকের রঙের সঙ্গে মিলিয়ে কালো শার্ট পরেছিলেন তাঁর প্রেমিক। নাম, দেবমাল্য চক্রবর্তী। শুটিংয়ের মাঝে সময় সুযোগ পেলেই মাঝেমধ্যেই একা একা পাহাড়ে, জঙ্গলে বেড়িয়ে পড়তেন মধুমিতা। সেই ‘সোলো ট্র্যাভেলিং’-এর ছবিও সমাজমাধ্যমের পাতায় ভাগ করে নিতেন তিনি। তবে এখন ছবিটা একটু আলাদা। এখনও সময় পেলেই ঘুরতে বেরিয়ে পড়েন মধুমিতা, তবে একা নন। প্রেমিক দেবমাল্যর সঙ্গে। এইমুহূর্তে সিকিমের পাহাড়ে, জঙ্গলে-জঙ্গলে দোঁহে মিলে ঘুরে বেড়াচ্ছেন তাঁরা। বিমানবন্দরের রানওয়ে থেকে সিকিমের জঙ্গল কিংবা হোটেলের কামরা-সবজায়গা থেকেই নিজেদের নিজস্বীর ছবি পোস্ট করেছেন তিনি। সঙ্গে লিখেছেন –“ঘুরে বেড়ানোর সেরা বিষয়টি হল যাঁর সঙ্গে ঘুরছি তাঁকে আরও গভীরভাবে চিনতে পারা। অনেক, অনেক অবিস্মরণীয় কিছুমুহূর্তের স্মৃতি তৈরি হয়েছে এই যাত্রায়…” এরপরেই প্রেমিকের উদ্দেশ্যে অভিনেত্রী লেখেন, “তোমার সঙ্গে যেখানেই থাকি না কেন, সেটাই আমার বাড়ির মতো লাগে।”
২০১৯ সালে পরিচালক সৌরভ চক্রবর্তীর সঙ্গে বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করেন। অন্যদিকে, দেবমাল্য প্রেমিক অভিনয় জগতের কেউ নন। পেশায় ইঞ্জিনিয়ার দেবমাল্যর সঙ্গে মধুমিতার বন্ধুত্ব দীর্ঘ বছরের। নিজের নতুন সম্পর্ক নিয়ে এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী বলেছিলেন, “জীবন বদলেছে, তবে এক মুহূর্তের জন্য একঘেয়ে মনে হয়নি। ছোটখাটো অহেতুক কারণে আমরা হেসেছি। প্রতিদিন ঝগড়া লেগেই রয়েছে। চাইও না যে, সেটা থেমে যাক। কৃতজ্ঞ যে, সব স্মৃতি আমরা একসঙ্গে তৈরি করেছি। আরও কয়েকটি স্মৃতি তৈরির অপেক্ষায় আছি।’’

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement