ঠাকুরবাড়ির মঞ্চে নারী কাহিনী মঞ্চস্থ হল কলাবতী আজও

IMG-20250311-WA0275

ক্রিয়েটিভ ডান্স ওয়ার্কশপের আয়োজনে সম্প্রতি জোড়াসাঁকো ঠাকুরবাড়ি রথীন্দ্র মঞ্চে মঞ্চস্থ হল এক বিশেষ নৃত্য প্রযোজনা, কলাবতী আজও। যা জয়দীপ চক্রবর্তীর কবিতা অবলম্বনে নির্মিত। ভাবনা ও বিন্যাসে ছিলেন শর্মিলা ব্যানার্জী এবং নাট্য নির্মাণে কিংশুক বন্দ্যোপাধ্যায়। নৃত্য পরিকল্পনা করেছেন ড. শেলী পাল।
‘কলাবতী’ এমন এক মায়ের কাহিনী, যাকে চোখের সামনে দেখতে হয়েছে তারই সদ্যজাত কন্যা শিশুর হত্যা। একটি নয়, এক এক করে কেড়ে নেওয়া হয়েছে তার ৯টি কন্যা শিশুর প্রাণ। বংশ রক্ষার্থে কাঙ্খিত পুত্র সন্তানের বদলে জন্ম নেওয়া কন্যা সন্তানদের হত্যা করতে হাত কাঁপেনি পরিবারের। কিন্তু প্রিয় মানুষের মঙ্গল কামনায় প্রতিদিন সাঁঝবাতি জ্বালিয়েছেন সেই মা। সেই মা তারই প্রিয় পুরুষের হাতে ধর্ষিতা হওয়ার পরেও বুকে পাথর চাপা দিয়ে আবারও জন্ম দিয়েছেন এক শিশু কন্যার। সেই দশম কন্যা সন্তান, রূপবতী যাকে বাঁচাতে পালিয়েছেন এক অনিশ্চিতের পথে।
‘কলাবতী’ এক সাহসের নাম, কলাবতী এক স্বপ্নের নাম। অভিনয়ের মাধ্যমে ফুটে ওঠে এই সম্পূর্ণ চালচিত্র। মা কলাবতী চরিত্রের ছিলেন শেলী পাল, ছোট কলাবতী চরিত্রে শম্পা পাল, কলাবতীর স্বামীর চরিত্রের সম্পদ পারাল এবং অন্যান্য ভূমিকায় ছিলেন নবনীতা, রিজা, সুস্মিতা, সোহাগ, অনুষ্কা, সায়ন্তনী, অপু সিন্টু প্রমুখ। ক্রিয়েটিভ ডান্স ওয়ার্কশপের পক্ষ থেকে এদিন সম্মাননা জানানো হয় নানান পেশার বিশিষ্ট নারীদের।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement