মরিসাস সফরে মোদী, উদ্বোধন ২০টি প্রকল্পের

IMG-20250311-WA0266

দু’দিনের মরিশাস সফরে প্রধানমন্ত্রীর একাধিক কর্মসূচি রয়েছে ৷ সফরের প্রথমদিনে প্রধানমন্ত্রী নবীনচন্দ্র রামগুলামের পাশাপাশি প্রেসিডেন্ট ধরম গোখুল ও বাকি শীর্ষ কূটনীতিকদের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে নরেন্দ্র মোদির। মঙ্গলবার তিনি সে দেশের প্রেসিডেন্ট ধরম গোখুল এবং তাঁর স্ত্রীর সঙ্গে দেখা করেন। পিতল ও তামার পাত্রে মহাকুম্ভের জলও উপহার দেন। উপহার হিসাবে দেন বিহারের মাখনা। ধরম গোখুলের স্ত্রীকে একটি বেনারসি শাড়িও উপহার দেন মোদী। এদিন শুরুতেই প্রধানমন্ত্রী মরিশাসের প্রতিষ্ঠাতা স্যর শিবসাগর রামগুলামের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। একইসঙ্গে সে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী অনিরুদ্ধ জগন্নাথের সমাধিতেও ফুল দিয়ে শ্রদ্ধা জানান। দু’দিনের এই সফরে দ্বীপরাষ্ট্রের জাতীয় দিবস উদযাপনে প্রধান অতিথি উপস্থিত থাকবেন মোদি ৷ সেই সঙ্গে, দুই দেশের মধ্যে দীর্ঘ কূটনৈতিক সম্পর্ক আরও মজবুত করার লক্ষ্যে সেদেশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকও করবেন তিনি।
দুদিনের মরিশাস সফর প্রসঙ্গে এক শীর্ষ আধিকারিক জানান, দক্ষিণ-পূর্ব আফ্রিকার দ্বীপরাষ্ট্রের গণতন্ত্রকে আরও শক্তিশালী করার লক্ষ্যে বড় পরিকাঠামোগত প্রকল্পের ঘোষণা করবেন মোদি ৷ পাশাপাশি, সেদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথভাবে সিভিল সার্ভিস কলেজেরও উদ্বোধন করবেন তিনি ৷

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement