দোল উৎসব ও হোলি-র প্রাক্কালে আগামী ১২ মার্চ সারাদিন ব্যাপী মানিকতলার ‘শ্রীধেশ্বর শিব সমাজ সংঘ’ প্রাঙ্গণে ‘রং মহোৎসব’ নামাঙ্কিত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে কলকাতার ইভেন্ট প্ল্যানার সংস্থা ‘আইকনিক’।
নারী দিবসের দিন ‘আইকনিক’ এর নিজস্ব অফিসে এক সাংবাদিক সম্মেলনে সংস্থার তরফ থেকে রূপা মালাকার জানিয়েছেন, ‘রং মহোৎসব’ অনুষ্ঠানের পাশাপাশি আগামী ৩০ এপ্রিল থেকে ১ মে কলকাতার ‘গ্যালারি গোল্ড’-এ ‘আইকনিক’ আয়োজিত অনুষ্ঠিত হতে চলেছে ‘ফটোগ্রাফি এক্জিবিশন’।
এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন গার্গী গুপ্ত ও নিতু শা।