দুবাইয়ে আইসিসি চ্যাম্পিয়ন মেন ইন ব্লু

IMG-20250309-WA0288

রবিবার দুবাইয়ে ম্যাচে প্রতিশোধ নিল মেন ইন ব্লু। ২৫ বছর আগে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউ জ়িল্যান্ডের কাছে হারতে হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারতকে। দুবাইয়ের মাঠে সেই হারের বদলা নিলেন রোহিতেরা। টস জিতে নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমেছিল। ৭ উইকেট হারিয়ে তারা ২৫১ রান তোলে। জয়ের জন্য ভারতের সামনে দরকার ছিল ২৫২ রান। রান তাড়ায় ভারতের শুরুটা দুর্দান্ত। ফাইনালের আগের দিন টিমের আগেই প্র্যাক্টিসে চলে গিয়েছিলেন রোহিত ও শুভমন। ফাইনালে শুরুটা ভালো দিতে হবে, এই প্রত্যয় ছিল। সেটাই করে দেখালেন। ওপেনিং জুটিতেই ওঠে ১০৫ রান। এরপর মনে হয়েছিল এক তরফা ম্যাচ। তবে অল্প সময়ের ব্যবধানে শুভমন, বিরাট কোহলির উইকেট হারিয়ে ফের চাপে পড়ে ভারত। শ্রেয়স-রোহিত জুটি আবারও ম্যাচ নিয়ন্ত্রণে আনে। কিন্তু রোহিতের আউট চাপে ফেলে দেয়। রোহিত শর্মা ৮৩ বলে ৭৬ রানের একটি বিধ্বংসী ইনিংস খেললেন।

৬২ বলে ৪৮ রান করলেন শ্রেয়স আইয়ার। তবে কেএল রাহুল আসল কাজটা করে দিলেন। তিনি ৩৩ বলে ৩৪ রান করলেও শেষপর্যন্ত টিম ইন্ডিয়ার হালটা ধরে রাখলেন এবং শেষপর্যন্ত টিম ইন্ডিয়াকে জিতিয়ে মাঠ ছাড়েন।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement