শনিবার গোয়ার বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচ খেলতে নেমেছিল মোহনবাগান। আগেই লিগ-শিল্ড জিতে গিয়েছিল তারা। শনিবার তা মোহনবাগানের হাতে তুলে দেওয়া হল। ম্যাচ জিতে সেই উৎসব দ্বিগুণ হয়ে গেল সবুজ-মেরুন সমর্থকদের।
শনিবারের যুবভারতীতে বেশ কয়েকটি টিফো এনেছিলেন মোহনবাগান সমর্থকরা। যার কোনওটাতে স্মরণ করা হয়েছে ক্লাবকে দেশের সেরা লিগ এনে দেওয়া সব অধিনায়ককে। কোনওটাতে ধন্যবাদ দেওয়া হয়েছে চলতি মরশুমে অভেদ্য প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকা মোহনবাগানের রক্ষণকে। আবার কোনওটাতে সম্মান জানানো হয়েছে দলের আক্রমণভাগের ফুটবলারদের।
এ দিন বিকেল থেকেই স্টেডিয়ামের আশেপাশে উৎসবের পরিবেশ ছিল। সমর্থকদের একের পর এক লরি বাইপাস দিয়ে ছুটছিল। ভেসে আসছিল গগনভেদী চিৎকার, ‘জয় মোহনবাগান’।
ভিড়ে ঠাসা যুবভারতীকে হতাশ করলেন না মনবীর সিংরা। লিগের শেষ ম্যাচেও এফসি গোয়াকে হারাল মোহনবাগান। প্রথম ক্লাব হিসাবে ভারতের সেরা লিগে ১০০০ পয়েন্ট পাওয়ার নজিরও গড়ে ফেললেন গ্রেগ স্টুয়ার্টরা।











