নারী দিবসে তৃণমূলের মহিলা মিছিলে নয়া স্লোগান

IMG-20250308-WA0426

শনিবার বিকেলে রবীন্দ্র সদন থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত তৃণমূলের মিছিলে নতুন স্লোগান শোনা গেল। ‘নারী দিবসের ৫০ বছরে, দিদি বাংলার ঘরে ঘরে’ স্লোগানটি বেঁধে দিয়েছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ই। ছাব্বিশের ভোটের আগে নারীশক্তিকে আরও জাগ্রত করে তোলার বার্তা দিল মহিলা তৃণমূলের এই কর্মসূচি। উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলার কারণে মিছিলে মাইকের ব্যবহার ছিল না। স্লোগান কিংবা ভাষণের বদলে পোস্টার ও হোর্ডিংয়ের মাধ্যমেই তুলে ধরা হয় বার্তা।
মিছিলে বাংলার লোকসংস্কৃতিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। লোকগান, বাউল, এবং অন্যান্য শিল্পীদের উপস্থিতিতে বাংলার ঐতিহ্যকে তুলে ধরা হবে। মিছিল হবে নিজস্ব স্টাইলে বাংলার ঐতিহ্য এবং সংস্কৃতিকে মাথায় রেখে।
মিছিলে দলের সর্বস্তরের মহিলা প্রতিনিধিদের দেখা গেল। বিধায়ক, সাংসদরা তো বটেই, মন্ত্রী, পুরপ্রতিনিধিরাও শামিল হলেন। জেলায় জেলায়ও একই সময়ে মিছিলে পা মেলালেন মহিলা তৃণমূল সদস্যরা। লক্ষ্য একটাই, নারীদের উন্নয়নের লক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যাবতীয় সংগ্রাম এবং তার সাফল্যকে তুলে ধরা সমাজের সাধারণ মহিলা মহলে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement