হৃদয়ের সুরক্ষায় হৃৎ প্রতিস্থাপন নারায়ণার

IMG-20250307-WA0268

সপ্তর্ষি সিংহ: হৃদয়ের সুরক্ষায় পূর্ব ভারতে দিশা দেখাচ্ছে বেসরকারি হাসপাতাল নারায়ণা হেল্থ। মালদার প্রথম বর্ষের ছাত্র সূরজ দের শরীরে ২০১৮ সালে কার্ডিওলজির সমস্যা দেখা দেয়। গ্রিন করিডর পদ্ধতিতে তাঁকে কলকাতার বাইপাসের মুকুন্দপুর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর হৃৎ প্রতিস্থাপন হয়। একইরকম পাঁচজন রোগী সম্প্রতি হাসপাতালে হৃৎ প্রতিস্থাপন হয়েছে তাঁরা বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন। পলাশ সিকদার, তপাশীল গোস্বামী, স্বপন মুখার্জি, ঝর্না দত্ত ও সূরয দে সহ এদিন চিকিৎসক দেবব্রত বেরা, চিকিৎসক কুন্তল ভট্টাচার্য, কার্ডিওলজি বিভাগের ক্লিনিকাল ডিরেক্টর চিকিৎসক দেবদত্ত ভট্টাচার্য। এদিন সুরয সাংবাদিক বৈঠকে জানান, হৃৎ প্রতিস্থাপনের পর এখন সুস্থ জীবন যাপন করছেন। আগামী দিনে হৃদয়ের চিকিৎসক হওয়ার লক্ষ্যে এগিয়ে চলেছেন। সাংবাদিক বৈঠকে চিকিৎসকরা জানান, হৃৎ প্রতিস্থাপন এখন ওপেন সার্জারির মাধ্যমে হয় না।

ট্রান্স ক্যাথিটার এরোটিক ভাল্ভ ইমপ্লেনটেশনের মাধ্যমে হৃৎ প্রতিস্থাপন হয়। এই পদ্ধতি লেডলেস যা সীসাবিহীন তারের মাধ্যমে। একইসঙ্গে উল্লেখ করেন হাসপাতালের ৫ টি ক্যাথ ল্যাব রয়েছে। সম্প্রতি বাংলাদেশ থেকে রোগী আসার বিষয়ে এক প্রশ্নের উত্তরে জানানো হয়েছে রোগী এখন আগের মতো আসছে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement