ব্রিটেন সফরে গিয়ে হামলার মুখে পড়লেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। লন্ডনের চ্যাথাম হাউসের সামনে হামলাকারীরা তাঁর গাড়ির কাছে চলে যান বলে অভিযোগ। সেই সঙ্গে ছেঁড়া হয় ভারতের জাতীয় পতাকা। একটি অনুষ্ঠান চলাকালীন খালিস্তানি সমর্থকরা বিক্ষোভ দেখাতে শুরু করে। পরিস্থিতি কার্যত হাতের বাইরে চলে যাওয়ার উপক্রম হয়। বিদেশমন্ত্রী যখন বেরিয়ে আসছিলেন, সেই সময়ও এক খালিস্তানি সমর্থক তেড়ে যায়।
বুধবার রাতে চ্যাথাম হাউসে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন জয়শঙ্কর। খলিস্তানপন্থীরা পতাকা নিয়ে জড়ো হয়েছিলেন অদূরে রাস্তার উপর। পুলিশের সামনেই ভারত-বিরোধী স্লোগান দিচ্ছিলেন তাঁরা। বিদেশমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরাও কয়েক মুহূর্ত হকচকিয়ে যান। পরে ওই ব্যক্তিদের সরিয়ে দেওয়া হয়। খালিস্তানি সমর্থকরা ভারত বিরোধী এবং খালিস্তানের সমর্থনে লাগাতার স্লোগান দেয়। পতাকা নিয়ে বিক্ষোভ দেখায়। বিদেশমন্ত্রীর অনুষ্ঠানস্থলের বাইরেই এমন ঘটনায় নিরাপত্তা নিয়েও যথেষ্ট প্রশ্ন উঠেছে। ঘটনার প্রতিক্রিয়ায় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘‘আমরা বিদেশমন্ত্রীর ব্রিটেন সফরের সময় নিরাপত্তা লঙ্ঘনের ফুটেজ দেখেছি। বিচ্ছিন্নতাবাদী শক্তির এমন কাজ নিন্দনীয়।’’