হাইকোর্টে সুতন্দ্রার মা, রাজ্য বলল ইভটিজিংয়ের গল্প বানানো

IMG-20250305-WA0331

জাতীয় সড়কে গাড়ি উল্টে মৃত্যু হয়েছিল নৃত্যশিল্পী সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের। মত্ত অবস্থায় যুবকদের দৌরাত্ম্যে সুতন্দ্রার মৃত্যু হয়েছে বলে অভিযোগ পরিবারের। যদিও পুলিশের দাবি, রেষারেষির কারণেই এই ঘটনা। এই অবস্থায় পানাগড় কাণ্ডে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন সুতন্দ্রার মা তনুশ্রী চট্টোপাধ্যায়। চলতি সপ্তাহেই এই আবেনের শুনানির সম্ভাবনা রয়েছে।সুতন্দ্রার মায়ের আইনজীবী বুধবার মামলা দায়ের করার আবেদন জানানোর পাশাপাশি দ্রুত শুনানির জন্যও আর্জি জানান। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বুধবার তরুণীর মায়ের আইনজীবীকে মামলা দায়ের করার অনুমতি দেন।বৃহস্পতিবার ফের আদালতের দৃষ্টি আকর্ষণ করার জন্য আইনজীবীকে পরামর্শ দেন বিচারপতি ঘোষ। আইনজীবীর মাধ্যমে হাইকোর্টে সুতন্দ্রার মায়ের অভিযোগ, তাঁর মেয়েকে ইচ্ছাকৃত ভাবে খুন করা হয়েছে। তাঁর মেয়ে ইভটিজিংয়ের শিকার হয়েছিলেন।
গত ২৩ ফেব্রুয়ারি রাতে পানাগড়ে গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারান চন্দননগরের বাসিন্দা বছর সাতাশের সুতন্দ্রা চট্টোপাধ্যায়। নৃত্যশিল্পীর পাশাপাশি তিনি ছিলেন ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্ণধার। জানান যায়, অভিশপ্ত রাতে পানাগড়ে জাতীয় সড়ক ধরে গাড়ি করে ফিরছিলেন সুতন্দ্রা। অভিযোগ, সেই সময় কয়েকজন মত্ত যুবক তাঁর গাড়ি ধাওয়া করে কটূক্তি করে। তরুণীকে ইভটিজিং করা হয়। তাঁদের হাত থেকে বাঁচতে দ্রুতগতিতে গাড়ি চালাচ্ছিলেন সুতন্দ্রার চালক৷ তার ফলে নিয়ন্ত্রণ হারায় গাড়ি। প্রাণ হারান সুতন্দ্রা। যদিও ঘটনার ১৬ ঘণ্টা পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইভটিজিংয়ের তত্ত্ব খারিজ করে দেন পুলিশ। পালটা দাবি করা হয় যে সুতন্দ্রার গাড়িই নাকি রেষারেষি করছিল অভিযুক্তদের সাদা গাড়ির সঙ্গে। ফলে ওই রাতে কী ঘটেছিল তা নিয়ে বড় প্রশ্ন রয়েই গিয়েছে। সেই উত্তর খুঁজে পেতেই বুধবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন সুতন্দ্রার মা। মেয়েকে খুন করা হয়েছে বলে দাবি করেন। ইতিমধ্যেই বিচারপতি তাঁকে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। চলতি সপ্তাহেই শুনানির সম্ভাবনা রয়েছে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement