এই নিয়ে দ্বিতীয়বার লিগ শিল্ড পাচ্ছে মোহনবাগান। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে উপচে পড়বে যুবভারতীর গ্যালারি। এফএসডিএল কর্তারা লিগ শিল্ড ট্রফিটি ম্যাচের আগের দিন অর্থাৎ শুক্রবার রাতে কলকাতায় নিয়ে আসছেন। মোহনবাগান এবারের লিগ শিল্ড নিশ্চিত করেছে গত রবিবার ঘরের মাঠে ওড়িশা এফসিকে হারানোর পরে। কিন্তু সেদিন তাদের শিল্ড তুলে দেওয়া হয়নি তার কারণ, সেই ম্যাচেই যে পেত্রাতোসরা শিল্ড পাচ্ছেন তা নিশ্চিত ছিল না আগে থেকে। ম্যাচের ফল অন্যরকম হলে সেদিন লিগ শিল্ড নিশ্চিত হত না মোহনবাগানের। তাই আগে থেকে শিল্ড আনা হয়নি কলকাতায়। আবার এফএসডিএল কর্তারা মুম্বই এরিনাতেও কামিংসদের শিল্ড দিতে চাননি। ঘরের মাঠে ট্রফি জয়ের পরিবেশটাই অন্যরকম হয়। তাই গ্যালারি ভর্তি দর্শকের সামনে লিগ শিল্ড নিয়ে উৎসবে মাতার সুযোগ করে দিতেই এফসি গোয়া ম্যাচের পর মোহনবাগানকে শিল্ড তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ম্যাকলারেনদের হাতে লিগ শিল্ড কে তুলে দেবেন তা এখনও ঠিক হয়নি।