বামেদের ভুয়ো অভিযোগ ছবি তুলে ধরে বললেন দেবাংশু

IMG-20250304-WA0254

যাদবপুর নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি। সোমবার এসএফআইয়ের প্রাক্তন রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য দাবি করেন, গাড়ির তলায় চাপা পড়েই জখম হন যাদবপুরের পড়ুয়া ইন্দ্রানুজ রায়। এই বিষয়ে মঙ্গলবার ফের সরব হয়েছেন তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “ইন্দ্রানুজ মাওবাদী, এটা আমরা বলছি না, ওর ফেসবুক পোস্ট দেখুন। নিজেই নিজেকে গর্ব করে বলছে- ও মাওবাদী। পোস্টে নিজেই লিখেছে, মার্কসবাদ , মাওবাদ দীর্ঘজীবী হোক।”
তাঁর দাবি, ভুয়ো ছবি দেখিয়ে বাম ও অতিবাম সংগঠনগুলি মিথ্যাচার করছে। সঙ্গে আহত ছাত্র ঘোষিত মাওবাদী বলে কিছু তথ্য প্রমাণও তুলে ধরেছেন তিনি।
একইসঙ্গে যোগ করেছেন, “নৈহাটি উপ নির্বাচনে সিপিআইএমএলের সঙ্গে জোট করেছিল। এখন মাওবাদীদের সঙ্গে যৌথভাবে আন্দোলন করছে। শূন্য হয়ে যাওয়ার পর বামেদের আদর্শগত বিচ্যুতিও হয়ে গেল। সেটা তো যাদবপুর প্রমাণ করে দিল।”
ছবি দেখিয়ে দেবাংশু দাবি করেছেন, ছবিগুলো সাজানো, ভুয়ো। স্কুটারে হোঁচট খেয়ে আহত হয়েছেন ইন্দ্রানুজ।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement