চলতি অর্থ বছরে কয়লার উৎপাদন ও সরবরাহ দুটোই ১.৫ শতাংশ বাড়বে বলে আশাবাদী কোল ইন্ডিয়া। কোল ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে চলতি অর্থ বছরে ৭৮৮ মিলিয়ন টন কয়লা উৎপাদন করা হয়েছে। প্রথমে ৮৩৮ মিলিয়ন টন উৎপাদনের লক্ষ্য নেওয়া হয়েছিল। যা চলতি বছরে সংশোধন করে ৮০৬-৮১০ মিলিয়ন টন করা হয়। কলকাতায় এমজাংশন আয়োজিত ইন্ডিয়ান কোল মার্কেটস সম্মেলনে জানানো হয়, বড়ো রেকের ঘাটতি থাকার জন্য উৎপাদিত কয়লা সরবরাহ করতে দেরি হচ্ছে। কুম্ভ মেলার জন্য কয়লার রেক পাওয়া সমস্যা হচ্ছিল বলে উল্লেখ করেন।
এমজাংশন-এর এমডি ও সিইও বিনয় ভর্মা জানিয়েছেন, নিলামে ক্রেতা বাড়লেও জানুয়ারি ও ফেব্রুয়ারীতে নিলাম করা কোল ইন্ডিয়ার ক্রেতা বাড়েনি। ভারতের বাজারে কয়লার যেমন কোনও ঘাটতি নেই তেমন ভারতের তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে ৫১ মিলিয়ন টন কয়লার মজুত রয়েছে।
সাংবাদিক বৈঠকে তিনি জানান, অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকের তুলনায় জানুয়ারি-ফেব্রুয়ারীতে কয়লা নিলামের দামে কোনো ওঠা নামা হয়নি। প্রতি মাসে এমজাংশন ৩ মিলিয়ন টনের মতো কয়লা ই ওকশন করে তার মধ্যে কোল ইন্ডিয়া ২ মিলিয়ন কয়লা নিলাম করা হচ্ছে। একইসঙ্গে ভর্মা উল্লেখ করেন কোল ইন্ডিয়া ই ওকশনের জন্য এমজাংশনের সঙ্গে দু বছরের চুক্তি রিনিউ করেছে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে ব্যবসা বাড়ানোর উপর জোর দেওয়া হচ্ছে। আগামী ২-৩ বছরে ব্যবসা ২০ শতাংশের লক্ষ্য নেওয়া হয়েছে।