যাদবপুর ক্যাম্পাসে এসএফআই-এর পতাকা খুলে বিক্ষোভ এবিভিপি

IMG-20250303-WA0260

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে ঢুকে বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি-র সদস্যরা তুলকালাম করল। সোমবার সন্ধের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কার্যত ব্যর্থ বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীরা। এসএফআইয়ের পতাকা পোস্টার ছিঁড়ে দেওয়া হয়। এরপর এসএফআই তাদের আটকানোর চেষ্টা করে। গেট আটকে দেওয়া হয়। যাদবপুরের নিরাপত্তারক্ষীরা তাদের আটকানোর সব রকম চেষ্টা করে। যাদবপুরের গেট জোরে করে ধাক্কা দিয়ে খুলে দেয়। বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেট চত্বর রণক্ষেত্রের চেহারা নিয়েছে। পরিস্থিতি সামাল দিতে নামল র‌্যাফ।
এবিভিপি নেতৃত্ব জানিয়েছে, আমরা গণতান্ত্রিক পথে আন্দোলনে নেমেছি। পুলিশ জোর করে আমাদের সরিয়ে দিয়েছে। আমরা এটা কিছুতেই মানব না।
এবিভিপির সদস্যরা ক্য়াম্পাসে ঢুকে পড়ার চেষ্টা করে। তর্কাতর্কিতে জড়িয়ে পড়ে দু’পক্ষ। রীতিমতো কথা কাটাকাটি হয়। গেট বন্ধ করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন নিরাপত্তারক্ষীরা।
এবিভিপির দাবি, নকশাল, মাওবাদী ডেরা নিয়েছে যাদবপুরে। ওদের তাড়াতে হবে। ওদের জন্য যাদবপুরের আজ এই হাল। ওদের বিরুদ্ধে আমাদের লড়াই। এক সদস্য বিশ্ববিদ্যালয়ের গেটে উঠে বামেদের পতাকা ছুড়ে ফেলে এবিভিপির পতাকা লাগিয়ে দেয়। ছিড়ে ফেলা হয় পোস্টারও।
এরপরই পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। তারপর বিশ্ববিদ্যালয়ের কয়েকজন পড়ুয়া ও নিরাপত্তারক্ষী এগিয়ে এসে গেট বন্ধের চেষ্টা করেন। সেই সময় দু’পক্ষের মধ্যে হাতাহাতি তৈরি হয়। এরপর এবিভিপি সমর্থকদের বের করে দিয়ে বিশ্ববিদ্যালয়ের গেট বন্ধ করে দেওয়া হয়।
এবিভিপি সমর্থকদের দাবি, বাম পড়ুয়ারা এসে তাঁদের মারধর করে তাড়িয়ে দিয়েছে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement