বিশ্ব পুলিশ অ্যাথলেটিক মিটে রিল রেসে রৌপ্য পদক পেল ভারতীয় দল

IMG-20250705-WA0099

বিশ্ব পুলিশ অ্যাথলেটিক মিটে রিল রেসে রৌপ্য পদক পেল ভারতীয় দল। চারজনের ভারতীয় দলের অন্যতম সদস্য দিনহাটার সৌরভ সাহা। সৌরভের এই সাফল্যে খুশি পরিবারের পাশাপাশি দিনহাটার ক্রীড়াপ্রেমী মহল। বার্মিংহামে বিশ্ব পুলিশ অ্যাথলেটিক এই প্রতিযোগিতা শুরু হয়েছে। প্রথম দিন বৃহস্পতিবার প্রতিযোগিতায় ভারতীয় দল রৌপ্য পদক পায়। ভারতীয় দলের হয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে দল সাফল্য পাওয়ায় সৌরভের পরিবার বেজায় খুশি। পদক জয়ের পরই মা শিখা সাহাকে ফোন করে সাফল্যের খবর জানান সৌরভ। মাকে বলেন আরও একটি খেলা রয়েছে সেই খেলাতেও যাতে দেশকে পদক এনে দিতে পারি সেই চেষ্টা করছি। তুমি আশীর্বাদ করো। দিনহাটার ভেটারেন্স স্পোর্টস এন্ড ফিটনেস ক্লাবের কর্ণধার চন্দন সেনগুপ্ত সহ অন্যান্যরা দিনহাটার সৌরভ সাহা কে নানা ভবে তালিম দেয়। আজ সৌরভের এই সাফল্যে খুশি ক্রীড়াবিদ চন্দন সেনগুপ্ত, গোকুল সরকার, দিলীপ দে, রানা গোস্বামী থেকে শুরু করে অনেকেই। সকলেই সৌরভের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় ভারতীয় দলের হয়ে গত ২৭শে জুন আমেরিকায় খেলতে গিয়েছে দিনহাটা শহরের ১৬ নম্বর ওয়ার্ডের সৌরভ সাহা। জানা গিয়েছে, বিশ্ব পুলিশ অ্যাথলেটিক মিটে ভারতীয় দলের হয়ে সৌরভ ৪০০ মিটার রিলে দৌড়ে ব্রোঞ্জ পদক পায় । প্রতিযোগিতায় সোনা জয়ী হয় আমেরিকা এবং রৌপ্য পদক পায় ব্রাজিল। বিশ্ব পুলিশ অ্যাথলেটিকে দিনহাটার সৌরভ ভারতীয় দলে জায়গা করে নেওয়া ছাড়াও প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক পাওয়ায় খুশি দিনহাটার ক্রীড়া প্রেমী মহল। সৌরভের মা শিখা সাহা, বাবা পরিতোষ সাহা জানিয়েছেন, এই দিনটির অপেক্ষায় ছিলাম। একদিন সৌরভ দেশের হয়ে প্রতিনিধিত্ব করবে এবং দেশকে সম্মান এবং পদ এনে দেবে এই স্বপ্ন দেখতাম। আজ সেই স্বপ্ন বাস্তবে পরিণত হল। ৪০০ মিটার রিলে দৌড়ে ভারতীয় দল পদক পাওয়ার পর শনিবার বেলা দেড়টা নাগাদ সৌরভ ফোন করে কথা বলে। ও জানায়, এ দিন ১০০ মিটার রিলে দৌড় রয়েছে। সেখানেও ভারতীয় দল সাফল্য পাবে। ভারতীয় দল দিল্লিতে ফিরলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দলের খেলোয়ারদের সাথে দেখা করবেন বলে জানিয়েছেন। তারপর ছুটি পেলেই বাড়িতে আসবে সৌরভ। যেভাবে ভারতীয় দলের সদস্য হয়ে দেশকে পদক এনে দিয়েছে ও এখন শুধু আমার ছেলে নয় ও গোটা ভারতবাসীর সন্তান। দিনহাটা ভেটারেন্স স্পোর্টস এন্ড ফিটনেস ক্লাবের সম্পাদক চন্দন সেনগুপ্ত জানিয়েছেন, দিনহাটা সংহতি ময়দানেই ওর খেলাধুলার হাতে খড়ি। দিনহাটার সেই সৌরভ এখন আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশকে সম্মান এনে দিয়ে দিনহাটার মুখকে আরো উজ্জ্বল করল। বিশ্ব পুলিশ অ্যাথলেটিক মিটে দিনহাটার সৌরভ ভারতীয় দলে জায়গা করে নেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারতীয় দল ব্রোঞ্জ পদক পাওয়ায় খুব ভাল লাগছে। সৌরভ দেশের মুখকে উজ্জ্বল করেছে। আগামী আটই জুলাই ভারতীয় দল ফিরবে। ভারতীয় দলের সাফল্যের পাশাপাশি সৌরভ দলের সদস্য হওয়ায় ও ফিরে এলে ওকে সংবর্ধনা দেওয়া হবে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement