উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ফেসবুকে একাউন্ট হ্যাক করে রাজ্য সরকারের বিরোধী বিভিন্ন পোস্ট করার অভিযোগ উঠল। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর ফেসবুক একাউন্ট হ্যাক করার এই ঘটনাকে ঘিরে ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে মন্ত্রী নিজেই বিষয়টি পুলিশকে জানানোর পাশাপাশি ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন। এছাড়াও মন্ত্রীর ফেসবুক হ্যাক করার ঘটনায় তৃণমূলের পক্ষ থেকে তদন্তের দাবিতে দিনহাটা থানার দারস্ত হয়েছেন নেতাকর্মীরা। শুক্রবার তৃণমূলের নেতাকর্মীরা দিনহাটা থানায় এ ব্যাপারে সঠিক তদন্তের দাবি জানিয়ে দ্বারস্থ হয়েছেন। উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান অপর্ণা দে নন্দী, ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী, তৃনমূলের দিনহাটা শহর ব্লক সভাপতি বিশু ধর, যুব তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক পার্থ সাহা সহ অনেকেই। শুক্রবার, সকালেই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তার ফেসবুক পেজ থেকে পোস্ট করে জানান, আমার পার্সোনাল ফেসবুক প্রোফাইল, উদয়ন গুহ আর গুহ বাবুন দুটোই সম্ভবত কেউ হ্যাক করে সরকার বিরোধী পোস্ট করছে । পুলিশ কে জানানো হয়েছে ব্যবস্থা নেওয়ার জন্য । এই ঘটনায় সঠিক তদন্তের দাবি জানিয়ে এবার পথে নামলেন দিনহাটার তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। এই ঘটনা নিয়ে এ দিন তৃণমূল নেতারা দিনহাটা থানা মারফত সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করে অবিলম্বে ঘটনার তদন্তের দাবি জানান।দিনহাটা পুরসভার চেয়ারম্যান অপর্ণা দে নন্দী, ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী জানিয়েছেন, উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গোটা উত্তরবঙ্গ জুড়ে উন্নয়নের কাজ করে চলছেন। সেই সময় তাকে নানাভাবে কালিমালিপ্ত করতে চেষ্টা শুরু হয়েছে। তার ফেসবুক হ্যাক করে সরকার বিরোধী পোস্ট করে তাকে হেয় করার চেষ্টা চলছে। আমরা এর বিরুদ্ধে পুলিশের দারস্ত হয়েছি।তৃণমূলের দিনহাটা শহর ব্লক সভাপতি বিশু ধর বলেন, ফেসবুক হ্যাক করে মন্ত্রীকে ছোট করার যে চক্রান্ত শুরু হয়েছে তার বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে।তৃণমূলের দিনহাটা ২ ব্লক সভাপতি দীপক কুমার ভট্টাচার্য, তৃণমূল নেতা দীপক সেন জানিয়েছেন, শুধু কোচবিহার জেলা নয় গোটা উত্তরবঙ্গের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী দিনহাটার বিধায়ক উদয়ন গুহ। গোটা উত্তরবঙ্গের উন্নয়ন উদয়ন গুহ চোখ দিয়ে দেখে থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রীর যোগ্য সৈনিক উদয়নকে যারা ফেসবুক হ্যাক করে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে তাদেরকে অবিলম্বে যাতে খুঁজে বের করে পুলিশ প্রশাসন উপযুক্ত শাস্তি দেয় তার দাবি জানাচ্ছি।বিষয়টি নিয়ে দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র বলেন,”এ নিয়ে ইতিমধ্যেই অভিযোগ জমা পড়েছে। সেটা সাইবার ক্রাইমে পাঠিয়ে দেওয়া হয়েছে।