উলটোরথে লোকারণ্য তিলোত্তমা দিঘায়

IMG-20250705-WA0109

উলটোরথে লোকারণ্য তিলোত্তমা থেকে দিঘায়। উলটোরথ। মাসির বাড়ি থেকে মন্দিরে ফিরবেন জগন্নাথদেব, বলরাম, সুভদ্রা। প্রভুর ফিরতি যাত্রার সমস্তরকম আয়োজন শেষ করে ফেলেছেন দিঘা জগন্নাথ মন্দির ট্রাষ্ট কমিটি ও পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। ভিড় জমতে শুরু করেছে শহরে। আঁটসাঁট নিরাপত্তা সৈকতনগরীজুড়ে। পর্যটকদের যাতে কোনও সমস্যা না হয় তার জন্য স্বাস্থ্যদপ্তরের কর্মীরা সকাল থেকেই মোতায়েন থাকছেন। থাকছে এয়ার অ্যাম্বুল্যান্স। শনিবার দুপুরে মহাপ্রভুকে রাজভোগ দেওয়ার পর, ২টো নাগাদ মাসির বাড়ি থেকে রথের রশিতে টান পড়বে। প্রথা মেনে সব নিয়ম মানা হবে। দিঘা মূল মন্দিরে পৌঁছনর পর নিয়ম নেমে তিনদিন রথেই থাকবেন তিন-ভাই বোন। সেখানে পুজোপাঠ হবে। রথযাত্রার মতোই উলটো রথেও সৈকতশহরে থাকছে আটসাঁট নিরাপত্তা ব্যবস্থা। মাসির বাড়ি থেকে জগন্নাথ মন্দির পর্যন্ত সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে এলাকা। ড্রোনের সাহায্যেও চলবে নজরদারি। তাছাড়া ওয়াচটাওয়ার থেকেও নজরদারি চালানো হবে। পর্যটকদের যাতে কোনও সমস্যা না হয় তার জন্য স্বাস্থ্যদপ্তরের কর্মীরা সকাল থেকেই মোতায়েন রয়েছেন। হেলিপ্যাড ময়দানে থাকছে এয়ার অ্যাম্বুল্যান্স। এমনিতেই শনি ও রবিবার দিঘায় পর্যটকের ভিড় জমে। তার উপর উলটো রথ শনিবার। তার জের রথযাত্রার থেকেও উলটোরথে আরও বেশি ভিড় হতে পারে অনুমান পুলিশের। শুক্রবার বিকেল থেকেই পর্যটকদের ভিড় জমতে শুরু করেছে সমুদ্রপাড়ে। ইতিমধ্যেই অধিকাংশ হোটেল হাউসফুল হয়ে গিয়েছে। রাজ্যের একাধিক মন্ত্রী দিঘায় এসে পৌঁছেছেন। বিদ্যুৎ মন্ত্রী অরুপ বিশ্বাস, দমকল মন্ত্রী সুজিত বসু,অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, পরিবহণ মন্ত্রী স্নেহাশিষ চক্রবর্তী দিঘায় পৌঁছেছেন। সৈকতপাড়ের দায়িত্বে থাকা ডিএসপি ডি এন্ড টি আবুনূর হোসেন বলেন, উলটোরথে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বাঁশের ব্যারিকেডের ওপাশে দর্শনার্থীরা থাকবেন। সিসি ক্যামেরা, ড্রোনে নজরদারি চলবে। জরুরি কোনও সমস্যা হলে এয়ার অ্যাম্বুল্যান্সের ব্যবস্থাও থাকছে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement