সিবিএসই পরীক্ষায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে মেধার সঙ্গে যেসব কৃতি ছাত্র ছাত্রী সাফল্য লাভ করেছে তাঁদের সংবর্ধিত করল নারায়ণা স্কুল। ৫০০ এর মধ্যে ৪৯৮ নম্বর পেয়ে দশম শ্রেণীর পরীক্ষায় তৃষা ঘোষ রাজ্য স্তরে সাফল্য লাভ করেছে।
স্কুলের দশম শ্রেণীতে ১৭ জন শিক্ষার্থী ৪৯৫ এর বেশি নম্বর পেয়েছে, যার মধ্যে ১১১ জন শিক্ষার্থী ৪৯০ এর বেশি এবং সামগ্রিক পাশের হার ৯৯.৬ শতাংশ। দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় ১৭ জন শিক্ষার্থী ৪৯০ নম্বর অতিক্রম করেছে যাদের এদিন সংবর্ধিত করা হল। বাণিজ্য বিভাগে স্বরাজ পোদ্দার, বিজ্ঞান বিভাগে বেলাল খুরশিদ আহমেদ, মানবিক বিভাগে আতিরিয়া চৌধুরীকে সংবর্ধিত করা হয়।
নারায়ণা স্কুলের প্রিন্সিপাল প্রিয়াঙ্কা মুখার্জি এই বিষয়ে বলেন, পড়ুয়াদের সাফল্যের জন্য বাবা মা নেপথ্য নায়ক। তৃষা ঘোষ আমাদের কল্যাণী টাউন স্কুলের ছাত্রী। ফলে আমরা রাজ্যের প্রতিটি জেলার ব্রাঞ্চ স্কুলগুলিতে কোয়ালিটি এডুকেশন পৌছে দিই। বর্তমানে নারায়ণা গ্রূপের ৪৬ বছরের স্কুল ৯০০ বেশি শাখা রয়েছে। ইতিমধ্যে ২৩ রাজ্যে ৩২০০ শাখা রয়েছে। পড়ুয়াদের উদ্দেশ্যে তিনি বলেন, ভবিষ্যতে অনেক হার্ডেল আসবে সেটা কামব্যক করতে হবে।
এদিন প্রিয়াঙ্কা মুখার্জি ঘোষণা করেন, রাজ্য স্তরে টপার হওয়া তৃষা ঘোষের স্নাতক স্তর পর্যন্ত পড়াশোনা করার খরচ দেবে নারায়ণা স্কুল।