উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ আগামীকাল

IMG-20250506-WA0290

আজ উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ। পরীক্ষা শেষ হওয়ার ৫০ দিনের মাথায় প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিকের ফলাফল। গত ৩ মার্চ শুরু হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা, শেষ হয় ১৮ মার্চ। আর ৭ মে, বুধবার প্রকাশ হতে চলেছে সেই পরীক্ষার ফল। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, বুধবার দুপুর সাড়ে ১২টায় সংসদের অফিস থেকে সাংবাদিক বৈঠক করে ফল প্রকাশ করা হবে। বিজ্ঞপ্তিতে এও জানানো হয়েছে, নির্দিষ্ট ওয়েবসাইটে ও মোবাইল অ্যাপে ফলাফল দেখা যাবে বুধবার দুপুর ২টো থেকে। রেজাল্টও ডাউনলোড করা যাবে। তবে মার্কশিট পাওয়া যাবে ৮ মে অর্থাৎ বৃহস্পতিবার।সংসদের পক্ষ থেকে এর পাশাপাশি এও জানানো হয়েছে, তৎকাল রিভিউ ও স্ক্রুটিনির আবেদন গ্রহণ করা হবে ৮ মে রাত ১২টা থেকে ১১ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। তৎকাল স্ক্রুটিনির জন্য ৬০০ টাকা এবং রিভিউয়ের প্রতি বিষয়ের জন্য ৮০০ টাকা লাগবে। তৎকাল ছাড়া সাধারণ স্ক্রুটিনির ও রিভিউয়ের আবেদন গ্রহণ করা হবে ৮ মে, রাত ১২টা থেকে ২২ মে, ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। সাধারণ স্ক্রুটিনির জন্য ১৫০ টাকা এবং রিভিউয়ের জন্য ২০০ টাকা করে লাগবে। রিভিউ শুধুমাত্র ২টি বিষয়ের উপর করা যাবে। এই পুরো প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে করতে হবে। যারা রিভিউ বা স্ক্রুটিনির আবেদন করবে, তারা আরটিআই (তথ্যের অধিকার আইন) করতে পারবে না।পরীক্ষার ফলাফলে সন্তুষ্ট না হলে প্রতিবছর একাংশের পড়ুয়া রিভিউ বা স্ক্রুটিনির আবেদন করে। বিগত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে যে রিভিউ বা স্ক্রুটিনির ফলেও সন্তুষ্ট হতে পারে না। ফের তারা আরটিআই করে খাতা চ্যালেঞ্জ করে। তাতে দেখা গেছে, অনেকের নম্বর বেড়েছে, আবার কারও নম্বর কমেছে। রিভিউ, স্ক্রুটিনি এবং আরটিআই ফলাফলের এই দীর্ঘসূত্রতা কাটাতে এবার আরটিআই নিয়ে কড়া অবস্থান নিল সংসদ।উল্লেখ্য, এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৫ লক্ষ ১০ হাজার। গতবারের তুলনায় সংখ্যাটা অনেকটাই কম।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement