সোশ্যাল মিডিয়ায় রাহুলের ভুল ছবি পোস্টে ক্ষোভ

IMG-20250317-WA0227

সোমবার সমাজমাধ্যমে চোখ রেখেই যেন বুক কেঁপে উঠল রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অনুরাগীদের। অভিনেতার সাদা-কালো ছবির সঙ্গে গলায় মালা দেখা গেল। হঠাৎ এই পোস্ট দেখে অবাক হলেও খুঁটিয়ে দেখলে বোঝা যাবে, প্রয়াত কিংবদন্তি অভিনেতা অনিল চট্টোপাধ্যায়ের মৃত্যু বার্ষিকীতে ভুল করে রাহুলের ছবি পোস্ট করা হয়েছে। আর তা চোখে পড়তেই সরব হলেন নায়ক। ওই পোস্ট ভাগ করে রাহুল লিখলেন ‘ইয়ে বলছিলাম, অনিল চট্টোপাধ্যায়ের এতটা অসম্মান কি প্রাপ্য?’ যদিও অনেকেই মনে করেন অনিল চট্টোপাধ্যায়ের সঙ্গে নাকি রাহুলের মিল খুঁজে পান পাওয়া যায়। অভিনয়ের তো বটেই, মুখের মিলও নাকি রয়েছে বেশ খানিক। রাহুলেরও তা অজানা নয়। রাহুল একবার নাট্যমঞ্চ থেকে একটি ছবি ভাগ করে লিখেছিলেন, ‘অনেকেই বলেন আমার সঙ্গে অনিল চট্টোপাধ্যায়ের মিল আছে। আমার শৈশবে পাওয়া শ্রেষ্ঠ শিশুশিল্পীর পুরস্কার অনিলবাবুর হাত থেকে নেওয়া। বিশেষ অতিথির সই ও ওঁর করা।তবে এবার নিজের সম্পর্কে এরকম পোস্ট দেখে বেজায় চটলেন অভিনেতা। রাহুল বলেন, “এই ছবিটি দেখে আমার মায়ের খুব খারাপ লেগেছে। সহজ তো এখনও দেখেনি, নয়তো ও খুব ভেঙে পড়ত। গুগল সার্চ ইঞ্জিনে অনিলবাবুর জায়গায় আমার ছবি এসেছে হয়তো। আর যে পোস্ট করেছে, তাঁর পড়াশোনার এতটাই অভাব যে, একবারও না যাচাই করে কাজটি করেছেন।রাহুল আরও বলেন, “কারওর মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা নিবেদনে এতটাই তাড়া যে ঠিক না ভুল ছবি পোস্ট হচ্ছে সেই নিয়ে মাথা ব্যথা নেই। যাকে চেনে না তাঁর মৃত্যুবার্ষিকীতে পোস্ট নিয়ে এত তাড়া কীসের?এরকম আগেও হয়েছে। এক ক্রিকেট তারকার জয়ের উল্লাসে অন্যজনের ছবি বা নাম ব্যবহার করা হয়েছে। তবে আমার ছবিটি অনিলবাবুর জায়গায় ব্যবহার করায়, যতটা না আমার খারাপ লেগেছে, তার থেকেও বেশি পরিবার ও অনুরাগীরা কষ্ট পেয়েছেন।”

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement