তিন বছর পর গরুমারায় শুরু গন্ডার গণনা

IMG-20250306-WA0226

ডুয়ার্স: তিন বছর পর গরুমারায় শুরু গন্ডার গণনা, পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা।এবার গন্ডার গণনায় বন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যাও থাকছে গণনার দলে। ৫ ও ৬ মার্চ দুদিন চলবে এই গণনার কাজ। সেই কারনে গরুমারায় পর্যটকদের প্রবেশ বন্ধ রাখা হয়েছে। শুমারির পাশাপাশি গন্ডারদের নামকরণ করা হবে। এবার গণনাতে হাতির পিঠে, পায়ে হেঁটে গননার পাশাপাশি ড্রোন ক্যামেরার ও সাহায্য নেওয়া হচ্ছে। শুমারির কাজে গরুমারার জঙ্গলে বসানো হয়েছে ৮০টি ট্র্যাপ ক্যামেরা।পায়ে হাঁটার পাশাপাশি কুনকি হাতির পিঠে চড়ে শুমারির কাজ চালানো হবে। এই দু’দিন গরুমারা জঙ্গলে পর্যটকদের প্রবেশ বন্ধ রাখা হয়েছে।২০২২ সালে গরুমারায় শেষ গন্ডার শুমারি হয়েছিল। তিন বছর পর আজ থেকে গরুমারা ও চাপরামারি তে গন্ডার শুমারি শুরু হলো। এজন্য তিন-চার বর্গকিমি করে জঙ্গলের প্রতিটি জায়গাকে এক-একটি কম্পার্টমেন্টে ভাগ করা হয়েছে। তাছাড়া জঙ্গলে থাকা প্রতিটি নজরমিনারে টিম রেখে গন্ডার শুমারি চলবে। কমপক্ষে ৩০-৩৫টি কম্পার্টমেন্টে গোটা শুমারির এলাকা ভাগ হয়েছে। প্রতিটি কম্পার্টমেন্টে একটি করে টিম থাকবে। প্রতি টিমে বনকর্মী ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা থাকবেন। এর আগে গরুমারার বেশ কয়েকটি গন্ডারের নামকরণ বন দপ্তর করেছিল। তবে গত কয়েক বছরে আরও কয়েকটি গন্ডারের জন্ম হয়েছে। সেগুলি এখন বড় হয়েছে। এই শুমারিতে তাদের শারীরিক গঠন চিহ্নিত করে নামকরণ করা হবে বলে বন দপ্তর সূত্রে খবর। ২০২২ সালে গরুমারায় হওয়া শুমারিতে ৫৫টি গন্ডারের দেখা মিলেছিল। এবার সেই সংখ্যা ৬০-এর কাছাকাছি হবে বলে বন দপ্তরের আশা।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement